মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

Gulmarg Fashion Show | গুলমার্গে ফ্যাশন শো, উত্তপ্ত কাশ্মীর

শেষ আপডেট:

শ্রীনগর: পবিত্র রমজান মাস চলছে। ঠিক এইসময় কাশ্মীরে পর্যটকদের প্রিয় গন্তব্য গুলমার্গে ফ্যাশন শো (Gulmarg Fashion Show)-এর আয়োজন করেছিলেন পোশাকশিল্পী শিবন ভাটিয়া এবং নরেশ কুকরেজা। ৭ মার্চ গুলমার্গের স্কি-রিসর্টে আয়োজিত এই শো-এ একাধিক মডেলকে খোলামেলা পোশাকে র‌্যাম্প মাতাতে দেখা যায়। সেই শো-কে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের রাজনীতি। অঞ্চলের প্রায় সব রাজনৈতিক দল ফ্যাশন শো’র বিরুদ্ধে সরব হয়েছে। তাদের সুরে সুর মিলিয়েছে উপত্যকার বিভিন্ন সামাজিক সংগঠন। অন্যদিকে, ফ্যাশন শো বিতর্ককে অযৌক্তিক আখ্যা দিয়েছে বিজেপি।

সোমবার এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। বিবৃতি দেন খোদ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ফ্যাশন শো আয়োজনের বিরোধিতা করার পাশাপাশি ওই অনুষ্ঠানের সঙ্গে প্রশাসনের যোগাযোগ ছিল না বলেও দাবি করেছেন তিনি। ওমর বলেন, ‘কিছু লোক বলছেন যে পবিত্র রমজান মাসে এর আয়োজন উচিত ছিল না। কিন্তু সেখানে যা দেখা গিয়েছে তাতে আমার মনে হয়েছে রমজান বাদ যাক, বছরের কোনও মাসে এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত নয়।’ অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের তরফে সরকারের কাছে অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা স্পষ্ট করে বলতে চাই যে, সরকারের কোনও ভূমিকা ছিল না। আয়োজকরা যদি অনুমতি চাইত, আমরা দিতাম না। এটি একটি বেসরকারি হোটেলে আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল, তবে আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ রমজান চলাকালীন গুলমার্গে ফ্যাশন শো আয়োজনের বিরোধিতা করেন কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ ওমর ফারুক। অনুষ্ঠানটিকে অশ্লীল ও আপত্তিকর বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘পর্যটন প্রচারের নামে এই ধরনের অশ্লীলতা কাশ্মীরে সহ্য করা হবে না।’ পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোনের মতে, প্রশাসন সতর্ক থাকলে চলতি বিতর্ক এড়ানো যেত। শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লাহ মেহেদি এবং কংগ্রেসনেত্রী দীপিকা পুষ্কর নাথও কাশ্মীরে ফ্যাশন শো আয়োজনের সমালোচনা করেন।

ওমর আবদুল্লা সরকার ও উপত্যকাভিত্তিক রাজনৈতিক দলগুলির বিপরীতে অবস্থান নিয়েছে বিজেপি। দলের বিধায়ক রণবীর সিং পাঠানিয়া বলেন, ‘এই ক্ষোভ অযৌক্তিক। কাশ্মীর উপত্যকায় রক্ষণশীলতার আগুন জ্বলছে। আমাদের সব ধরনের দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারাকে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে।’ সমালোচনার ঝড় ওঠায় ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে শো-এর আয়োজক ফ্যাশন ব্র্যান্ড শিবন অ্যান্ড নরেশ। এক্স পোস্টে তারা লিখেছে, ‘পবিত্র রমজান মাসে গুলমার্গে আমাদের সাম্প্রতিক শো-এর কারণে কেউ আঘাত পেয়ে থাকলে আমরা গভীরভাবে দুঃখিত। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল সৃজনশীলতা এবং স্কি জীবনধারাকে তুলে ধরা। কেউ বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনও ইচ্ছা আমাদের ছিল না।’

Categories
Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Yashwant Varma | ‘কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়’, বিচারপতি বর্মার বদলির নির্দেশে কর্মবিরতিতে আইনজীবীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন...

Nagpur violence | নাগপুর গোষ্ঠী সংঘর্ষের মূল অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার, অভিযোগ অবৈধ নির্মাণের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফাহিম খান, ১৭ মার্চ নাগপুরে...

Hyderabad | মহিলাদের কামরায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা! চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রেনের কামরায় একা পেয়ে ধর্ষণের...

MP Salary Hike | বেতন বাড়ল সাংসদদের! এখন থেকে কত টাকা পাবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহের শুরুতেই সুখবর। বেতন বাড়ল...