উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যেখানে সেখানে পান গুটকার পিক ফেলার দিন এবার শেষ! এমন কাজ করলে দিতে হবে মোটা অংকের জরিমানা। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠকে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ‘পান বা গুটকা খেয়ে যেখানে সেখানে পিক (Spitting and Smoking) ফেললে মোটা অংকের জরিমানা দিতে হবে। আগামী বাজেট অধিবেশনে এমনই বিল আনতে চলেছে রাজ্য সরকার।’ পুর আইনে পানের পিক, থুতু ফেলা নিয়ে জরিমানার উল্লেখ রয়েছে। অতীতে বহু জায়গায় এ বিষয়ে জরিমানা নেওয়াও হয়েছে। কিন্তু এবারে সরকার আরও কঠোরভাবে সবটা সামলাতে চাইছে।
সম্প্রতি এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে মুম্বই, পুণে, তেলেঙ্গানা। এই রাজ্যগুলিতে শুরু হয়েছে জরিমানা নেওয়া। এবার সেই পথেই হাঁটতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে যে আইন আছে, তাতে তিনি সন্তুষ্ট নন। আরও কড়া আইনের কথা বলেছেন এবার।
অন্যদিকে, এ নিয়ে বাংলা পক্ষের মুখপাত্র গর্গ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার কি সত্যিই সাহস দেখাতে পারবে? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে যাঁরা বাংলায় এসে শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার করছেন, অরাজকতা তৈরি করছেন, তাঁদের রুখতে কি কোনও পদক্ষেপ নেবে সরকার? আগে সেটাই করা হোক। গুটকা-থুতুর বিরুদ্ধে কড়া আইনের সিদ্ধান্ত অবশ্যই ভালো, কিন্তু আগে বাইরের রাজ্য থেকে আসা দুষ্কৃতীদের অনুপ্রবেশ বন্ধ করুক সরকার।’