Top News

Coochbehar | রাত কাটতেই ভোলবদল! তৃণমূলে যোগ দিয়েই সকালে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য

অমিতকুমার রায়, হলদিবাড়ি: মাঝখানে ব্যবধান কয়েকঘণ্টার। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ফের ফিরলেন পুরোনো দলেই। কয়েকঘণ্টার মধ্যে দল বদলে শিরোনামে উঠে এলেন কোচবিহার জেলার (Coochbehar) দক্ষিণ বড় হলদিবাড়ি (Haldibari) গ্রাম পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ বর্মন।

শনিবার রাতে মেখলিগঞ্জের বিধায়ক (Mekhliganj MLA) পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দেন বিজেপির (BJP) ১৫৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দ। যোগদানের পর তিনি জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করেছেন। রাত কাটতেই পুরোপুরি বদলে যায় ছবি। রবিবার সকালেই আবার বিজেপিতেই ফিরে যান জয়গোবিন্দ। তবে কেন এমন সিদ্ধান্ত? জবাবে তিনি জানান, ভয় দেখিয়ে জোর করে তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। যদিও গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।

বিজেপির টাউন মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের কথায়, ‘দলের পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূলের গুন্ডারা। তিনি চাপের মুখে পড়ে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু তাঁর মন থেকে বিজেপির প্রতি আস্থা, ভরসা ও ভালোবাসা কেড়ে নিতে পারেনি।’

এদিকে, বিজেপির পঞ্চায়েত সদস্যের এই প্রত্যাবর্তনের জেরে বেকায়দায় পড়েছে ঘাসফুল শিবির। ওই পঞ্চায়েত সদস্যের যোগদানের ফলে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত দখলের স্বপ্নে বিভোর ছিল তৃণমূল শিবির। কারণ পঞ্চায়েত নির্বাচনে ১২ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে ৬টি আসন তৃণমূল ও ৬টি আসন বিজেপি দখল করে। টসে জিতে বিজেপির দখলে যায় পঞ্চায়েতের বোর্ড। ওই বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল। এছাড়াও তৃণমূল যুব নেতা খতিবর রহমান দাবি করেন, আরও তিনজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু পঞ্চায়েত সদস্য জয়গোবিন্দর এই প্রত্যাবর্তনের ফলে তৃণমূলের সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

হাতে হুমকি ছাড়া কোনও অস্ত্র নেই রাজ্যপালের

  আশিস ঘোষ কত কাণ্ড রাজভবনে! কে কোন দিন ভেবেছিল রোজ খবরের কাগজের পাতায় পাতায়…

9 mins ago

বালুরঘাট, ২ জুলাই: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন উদ্যোগী হয়েছে৷ এদিকে বালুরঘাট শহরের…

12 mins ago

Rituparna Sengupta | ফিরিয়ে দিতে চান ৭০ লক্ষ টাকা, জেরার পর জানান ঋতুপর্ণা! দাবি ইডি সূত্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফিরিয়ে দিতে চান ৭০ লক্ষ টাকা। র‍্যাশন বণ্টন দুর্নীতি মামলায় (Ration…

15 mins ago

সিটি ভেন্ডিং কমিটি এত বছরে কী করল?

  নব দত্ত বিনা নোটিশে কোনও ধরনের উচ্ছেদ সমর্থন করা যায় না।  সুপ্রিম কোর্টে ২০১০…

17 mins ago

Bihar | বারবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের ‘শাস্তি’, তরুণের যৌনাঙ্গ কেটে ফেললেন প্রেমিকা

পাটনা: বারবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণের যৌনাঙ্গ কেটে ফেললেন প্রেমিকা। বিহারের সারান জেলার ঘটনা।…

22 mins ago

হকার নিয়ে শুধুই রাজনৈতিক হারাকিরি

  দেবদূত ঘোষঠাকুর  ২০২০ সালের জুলাই মাসের কথা। দেশে লকডাউন চলছে। রাস্তাঘাট শুনসান।‌ তিন মাস…

25 mins ago

This website uses cookies.