উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার পাকিস্তানের জঙ্গি সংগঠনকে সঙ্গী করে ভারতবিরোধী ষড়যন্ত্র শুরু করতে চলেছে হামাস (Hamas)! তেমনটাই শোনা যাচ্ছে গোয়েন্দা সূত্রে। কারণ জম্মু ও কাশ্মীরে (J&K) সেনাবাহিনীর চাপে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠী। তাই এবার বিদেশি জঙ্গি সংগঠনের সহায়তায় জম্মু ও কাশ্মীরে তাদের প্রভাব পুনরুদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। যা স্বাভাবিকভাবেই ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি একতা দিবস পালন করা হবে পাক অধিকৃত কাশ্মীরে (PoK)। এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Muhammad) জঙ্গি সংগঠনগুলি। এই অনুষ্ঠানে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। আর তাতেই অংশ নিতে চলেছে হামাসও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হামাস কমান্ডার তথা মুখপাত্র খালিদ কদৌমি। এই তিন জঙ্গি সংগঠন মিলে জম্মু-কাশ্মীরকে অশান্ত করার বড় ষড়যন্ত্র করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ দীর্ঘদিন ধরেই পাকিস্তান জম্মু ও কাশ্মীর ইস্যুকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরতে চাইছে। এবার হামাস নেতাকে পাক অধিকৃত কাশ্মীরের অনুষ্ঠানে এনে এটাই বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে যে প্যালেস্টাইন ও কাশ্মীরের সমস্যা একই। গাজার মতোই কাশ্মীরে মুসলিমদের উপর অত্যাচার চলছে।
এদিকে পাক অধিকৃত কাশ্মীরেও অনুষ্ঠানটি হতে চলেছে ‘আল আকসা ফ্লাড’-এর ব্যানারে। এই আল আকসা হল জেরুজালেমের এক মসজিদ। যে মসজিদের উপর নিজেদের কর্তৃত্বের দাবি বরাবর করে এসেছে মুসলিম ও ইহুদি দুই পক্ষ। মনে করা হচ্ছে, এই নামকে হাতিয়ার করেই মুসলিম ভাবাবেগকে উসকে দিতে চাইছে জঙ্গি সংগঠনগুলি।