উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (ISI) নতুন ডিজি হিসাবে লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম মালিকের নাম ঘোষণা করল পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিবৃতিতে জানান হয়েছে,আগামী ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহন করবেন মালিক।
এর আগে এই দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম অঞ্জুম। সোমবার অঞ্জুমের উত্তরসূরি হিসাবে লেফটেন্যান্ট জেনারেল মালিকের নাম ঘোষণা করা হয়। এই মুহূর্তে আসিম মালিক রওয়ালপিন্ডির সদর দপ্তরে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি পাক সেনায় যোগ দেন ১৯৮৮ সালে। করাচির পঞ্চম কোরের জিওসি ছিলেন। পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের ব্রিগেড কমান্ডার হিসাবে খাইবার-পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের(TTP)বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানেও নেতৃত্ব দেন তিনি। সামলেছেন বালুচিস্তানের কোয়েটায় অবস্থিত ‘কমান্ড অ্যান্ড স্টাফ’ কলেজের প্রধানের দায়িত্ব। এছাড়াও ডিভিশন কমান্ডার হিসাবে বালুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযানে বিশেষ দক্ষতার পরিচয় দেন। এর পুরস্কার স্বরূপ তাঁকে ২০২১ সালে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়।
নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মত, মালিকের নেতৃত্বে বালুচ এবং পাশতুন বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে সাফল্যের আশায় রয়েছে পাকিস্তান। ঠাণ্ডা মাথার এই দক্ষ অফিসার পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিয়ের অতি ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে।