রাজ্য

Balurghat | মদ্যপদের প্রতিবাদ করায় হেনস্তা, বাড়ির ছাদে ঢিল! পুলিশের দ্বারস্থ পরিবার

বালুরঘাট: সরকারি আবাসন চত্বরেই বসছে মদের আসর। আবাসিকদের দরজায় পড়ছে ঢিল। প্রতিবাদ করলে জুটছে হুমকি। নিরাপত্তার দাবিতে জেলা শাসক ও বালুরঘাট থানার দ্বারস্থ হল এক আবাসিক পরিবার। এই ঘটনায় চকভবানি সরকারি কর্মচারী আবাসন চত্বরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে সরকারি কর্মীর পরিবার। আবার ওই অভিযোগ তোলা পরিবারের বিরুদ্ধে বালুরঘাট থানাতে অভিযোগ দায়ের করেছে একই আবাসনের অন্যান্য পরিবার। দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ (Balurghat Police)।

বালুরঘাট (Balurghat) শহরের কলেজ মোড় এলাকায় রয়েছে সরকারি কর্মীদের জন্য আবাসন। ২ মে গভীর রাতে ওই আবাসনের এক আবাসিক পরিবারের দরজায় ঢিল পড়তে শুরু করে। এর প্রতিবাদ করে ওই পরিবার। এরপর পরিবারের লোকজন বাইরে বেরিয়ে বেশ কিছু মদ্যপ ব্যক্তিকে ক্যাম্পাসের ভিতরে দেখতে পান। পাশাপাশি বেশ কিছু বাচ্চাকেও সেখানে ক্রিকেট খেলতে দেখেন। গভীর রাতে এমনভাবে ক্রিকেট খেলা ও মদ্যপানের বিরোধিতা করে বসেন ওই পরিবারের লোকজন। আর এতেই তুমুল বাকবিতণ্ডা হয়। সেই সময় মহিলা আবাসিক তথা অভিযোগকারী শ্বেতা চৌধুরী সরকারকে হেনস্তাও (Harassment) করা হয় বলে অভিযোগ।

শ্বেতা চৌধুরীর বক্তব্য, ‘আমার স্বামী বালুরঘাট আদালতের কর্মী। তিনি অসুস্থ থাকায় আমরা রাত সাড়ে ১০টার মধ্যেই শুয়ে পড়ি। কিন্তু ওইদিন প্রায় ১২টার দিকে দরজায় ঢিল পড়তে দেখে, আমরা বাইরে বেরিয়ে দেখি, কয়েকটি বাচ্চা ওই রাতে সেখানে ক্রিকেট খেলছে। এর প্রতিবাদ করলেই তাদের হয়ে বেশ কিছু মদ্যপ ব্যক্তি আমাদের হেনস্তা করেন। অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। ওই ব্যক্তিরা প্রতিদিন ক্যাম্পাসেই মদের আসর বসান। এর বিহিত চেয়েই আমরা জেলা শাসক ও বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’ এদিকে, ওই পরিবারের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করে আবাসনেরই অন্যান্য পরিবার। জেলা শাসক বিজিন কৃষ্ণা অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

তিস্তার পলিতে বাদাম উৎপাদনে ভাটা, দুর্দশায় টাকিমারি সানি সরকার টাকিমারি (গজলডোবা), ১৮ মে :  প্রাক…

1 min ago

Elephant Attack | হাতির হানায় ভাঙল দোকান ঘর, ক্ষতিগ্রস্ত ফসল

ফালাকাটা: হাতির হামলায়(Elephant Attack) ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার(Falakata) বংশীধরপুর, রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে…

43 mins ago

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ…

45 mins ago

নতুন মডেল

  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন।…

2 hours ago

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

2 hours ago

সবার দায় আর নেওয়া নয়

  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে,…

2 hours ago

This website uses cookies.