উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উড়ানে বিমানসেবিকাকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হল এক যাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজিন্দর সিংহ। তিনি পঞ্জাবের জালন্ধরের কোটি গ্রামের বাসিন্দা। তিনি মত্ত অবস্থায় ছিলেন। দুবাই-অমৃতসর উড়ানে বিমানসেবিকার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সে সময় বিমানসেবিকাকে হেনস্থা করে বলে অভিযোগ রাজিন্দরের বিরুদ্ধে। যদিও কী নিয়ে তাদের মধ্যে বচসা বাধে, তা এখনও জানা যায়নি।
বিষয়টি বিমান কর্মীদের জানান বিমানসেবিকা। তার পরেই অমৃতসর কন্ট্রোল রুমে বিষয়টি জানান বিমানকর্মীরা। বিমান সংস্থার সহকারী নিরাপত্তা আধিকারিক থানায় অভিযোগ করেন। বিমানটি অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই গ্রেপ্তার করা হয় যাত্রীকে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।