উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেজের মধ্যেই হেনস্তার শিকার হলেন সুরসম্রাট অরিজিৎ সিং। যার জেরে ডান হাতে আঘাতও পেয়েছেন গায়ক। স্টেজেই তাঁর হাতে ব্যান্ডেজ বেঁধে দেয় এক ব্যক্তি। তবে হাতে ব্যাথা পেলেও গান থামাননি অরিজিৎ। দর্শকদের জন্য শান্তভাবে গান গেয়েছেন তিনি। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী ঘটেছিল অনুষ্ঠানে? জানা গিয়েছে, সম্প্রতি অওরঙ্গাবাদে একটি গানের অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিং। মঞ্চে একের পর এক গান গাইছিলেন তিনি। পছন্দের গায়ককে হাতের নাগালে পেয়ে আবেগে ভাসেন অনুরাগীরা। ভিডিওতে দেখা গিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত একজন এমনভাবে অরিজিতের হাত ধরে টানেন, যে ডান হাতে গুরুতর চোট পান তিনি। এমনকী, হাত নাড়াতেও পারছিলেন না গায়ক। ওই অবস্থাতেও শান্ত ও মার্জিত ভঙ্গিতে অনুরাগীর সঙ্গে কথা বলেন তিনি। পরিস্থিতি সামলে, হাতে ব্যান্ডেজ নিয়ে একের পর এক গান করতে শুরু করেন। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।