উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা থেকে ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্তার শিকার! বিনা কারণে আটকে রাখা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। কেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। শনিবার উচ্চ আদালতে ওডিশা (Odisha) সরকারের বিরুদ্ধে দায়ের করলেন তিনটি জনস্বার্থ মামলা।
এদিন যে তিন মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে রয়েছে হেবিয়াস কর্পাস বা সরকারের বিরুদ্ধে মামলা, একটি রিট ও একটি জনস্বার্থ মামলা। কীভাবে সে রাজ্যে বাংলার শ্রমিকদের (Migrant workers) আটকে রেখে হেনস্তা করা হচ্ছে সবটা তুলে ধরেছেন আইনজীবীরা। গতকাল পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদে আসেন ওডিশায় হেনস্তার শিকার পরিযায়ী শ্রমিকেরা। দেখা করেন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের সঙ্গে। তিনি পরিযায়ী শ্রমিকদের সবরকমভাবে আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, ভিন্ন রাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বললেই বিপদ। বাংলা ভাষা শুনলেই নাকি হেনস্থা করা হচ্ছে শ্রমিকদের। এমনকি যাবতীয় নথি দেখানোর পরও তাদের আটকে রাখছে সে রাজ্যের পুলিশ। সাম্প্রতিক সময়ে একই ঘটনা ঘটেছে মুম্বই, ওডিশা-সহ একাধিক রাজ্যে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তৎপরতায় বেশ কয়েকজন বাড়িতে ফিরেছেন। কিন্তু এসব যাতে চিরতরে বন্ধ হয়, তারই প্রতিবাদে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।