উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের জুনে কানাডার সারে শহরে গুরুদ্বারের কাছে খুন হয় খালিস্তানপন্থী সংগঠনের নেতা হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar)। বুধবার নিজ্জর খুনের এক বছর পূর্ণ হয়েছে। কানাডার সংসদের (Canada Parliament) অধিবেশনের শুরুতে কয়েক মুহূর্তের নীরবতা পালন হল। এদিকে যে নিজ্জরকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করেছে ভারত, তারই মৃত্যুতে কানাডার সংসদে শোকপালনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, গত বছর ১৮ জুন খালিস্তান টাইগার ফোর্সের প্রধানের মৃত্যু হয়। কানাডার সারেতে এক গুরুদ্বারের সামনে গুলিতে মৃত্যু হয়েছিল নিজ্জরের। ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ কয়েকজন খলিস্তানি নেতার নামের তালিকা প্রকাশ করে জাতীয় তদন্তকারী সংস্থা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন নিজ্জর। নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, ভারতের অঙ্গুলিহেলনেই কানাডার (Canada) মাটিতে নিজ্জরকে নিকেশ করা হয়েছে। যদিও ভারত সব অভিযোগ অস্বীকার করে। এদিকে ট্রুডোর মন্তব্যে নিজ্জর খুনের পর দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছিল ভারত-কানাডার।
সম্প্রতি, ইতালিতে জি৭ বৈঠকে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে আলাদা করে দেখা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার নীরবতা পালনের প্রতিক্রিয়ায় ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেট জেনারেল ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়া কনিষ্ক বিমানের খালিস্তানি বোমা হামলায় নিহত ৩২৯ জনের সম্মানে একটি স্মারক পরিষেবা ঘোষণা করেছে।