ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ জল্পনার পর গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল দল ছেড়েছেন। তবে তিনি এখনও অন্য কোন দলে যোগ দেননি। এই অবস্থায় গুজরাট রাজ্য কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকর বৃহস্পতিবার হার্দিক প্যাটেলের দল ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, হার্দিক প্যাটেলের বিরুদ্ধে দেশদ্রোহিতার যে মামলা রয়েছে তার জন্য তাঁকে জেলে যেতে হতে পারে। তাই কংগ্রেস ছাড়লেন তিনি। সম্ভবত বিজেপিতে যোগ দেবেন হার্দিক বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি জগদীশ ঠাকর। অন্যদিকে কংগ্রেস ছাড়ার পর হার্দিক প্যাটেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তিনি দলে গুরুত্ব পাচ্ছেন না। কার্যত গুজরাট কংগ্রেস ‘জাতপাতের রাজনীতি করছে’ বলেও তিনি অভিযোগ করেন। আপাতত হার্দিক প্যাটেলের আগামী দিনের রাজনৈতিক পদক্ষেপের দিকেই নজর থাকছে বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ নভজ্যোত সিং সিধুকে সুপ্রিম কোর্ট দিল এক বছরের কারাদণ্ড, কেন?