বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক তথা বালুরঘাটের অন্যতম কৃতি সন্তান হরিমাধব মুখোপাধ্যায়। ওনার জন্ম হয়েছিল ৩ রা এপ্রিল ১৯৪১ সালে বালুরঘাট শহরে। নাটকের প্রতি তীব্র আকর্ষন সেই ছোটবেলা থেকেই। ১৯৫৬ সালে বালুরঘাটে তরুনতীর্থ নামে একটি নাট্যদল গঠন করেন। স্কুল পাশ করার পর বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৯ সালে তাঁর উদ্যোগেই বালুরঘাটে প্রতিষ্ঠা পায় ত্রিতীর্থ। প্রায় ৫৮ টি নাটকের প্রযোজনা এবং নির্দেশনা করেছেন তিনি। বালুরঘাট কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন ১৯৬৭ সালে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁকে বঙ্গ বিভূষণ সম্মান প্রদান করা হয়েছিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করা হয় ২০১৯ সালে। তাঁর এই প্রয়ানে স্বাভাবিকভাবেই ব্যাথিত তাঁর অনুরাগীরা।
Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়
ছবিঃ সংগৃহীত
শেষ আপডেট: