রাজ্য

Harirampur | ভুয়ো ঠাকুরদা সাজিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ নাতির বিরুদ্ধে

বুনিয়াদপুর: দাদু মারা গিয়েছে বছর দুয়েক আগে। এদিকে গ্রামেরই এক ব্যক্তিতে ঠাকুরদা সাজিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। হরিরামপুর (Harirampur) থানার সৈয়দপুরের ঘটনা। ঘটনায় অভিযুক্ত এমরুল ইসলামের প্রতারিত তিন কাকা ও পিসি জহিরুদ্দিন আহমেদ, আফুল শেখ, তেজাফুর রহমান ও অজুখা বিবি এমরুল সহ তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সৈয়দপুরের বাসিন্দা সরিফুদ্দিন আহম্মেদ মোল্লা আগেই মারা গিয়েছেন। তাঁর ১৪.৫ শতক জমির ওয়ারিশ আট ছেলে ও চার মেয়ে। অভিযোগকারী জহিরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আট ভাই, চার বোন প্রয়াত বাবার ১৪.৫ শতক জমির ওয়ারিশ। কিন্তু বছর দুয়েক আগে আমার মৃত দাদা আবদুল লতিফের ছেলে তথা আমার ভাইপো এমরুল ইসলাম গ্রামেরই এক ব্যক্তিকে আমাদের বাবা সাজিয়ে কয়েকজনের যোগসাজশে সমস্ত জমি রেজিস্ট্রি করে নেয়। কয়েকদিন আগে জমি দখল করতে আসলে বিষয়টি জানাজানি হয়। আমরা এর প্রতিকার চেয়ে এডিএসআর ও বুনিয়াদপুরের দলিল লেখক সমিতিকে লিখিত অভিযোগ জানিয়েছি।’

যদিও সমস্ত জমি ফেরত দিতে চেয়ে অভিযুক্ত এমরুল ইসলাম বলেন, ‘আমার বাবার ভাগের জমি কাকারা না দেওয়ায় এই ভুল পন্থা গ্রহণ করেছিলাম। আমি সমস্ত জমি ফেরত দিতে চাই। স্বীকার করছি, আমি অন্যায় করেছি। আমি চাই, আমার মৃত বাবার অংশের জমি আমাকে দেওয়া হোক। কিন্তু কাকারা আমার কথা শুনছেন না।’

এবিষয়ে পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির বুনিয়াদপুর শাখা সভাপতি শ্যামলেন্দু চৌধুরী বলেন, ‘প্রতারণা করে জাল রেজিস্ট্রির মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিকার চেয়ে একটি আবেদনপত্র আমাদের কাছে এসেছে। আমরা সমিতির তরফে এডিএসআরের কাছে আবেদন করেছি। সমিতির তরফে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’ এডিএসআর প্রভাত মণ্ডল জানিয়েছেন, ‘আবেদনের ভিত্তিতে আজ সব পক্ষকে হিয়ারিংয়ে ডেকেছিলাম। আগামী মঙ্গলবার তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। যাদের বিরুদ্ধে ভুয়ো রেজিস্ট্রির মাধ্যমে জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বংশীহারী থানায় আবেদন জানাব।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Jalpaiguri | উত্তরে প্রথম বন্ধুত্বের অ্যাপ বানিয়ে চমক ধূপগুড়ির পাঁচ তরুণের

সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: দুই দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির (Harvard University) পড়ুয়াদের মধ্যে যোগাযোগের…

24 mins ago

Weather Report | উত্তরে এক নাগারে বৃষ্টি, দক্ষিণে প্রবেশ বর্ষার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের…

1 hour ago

International Yoga Day | ‘বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগাসন’, যোগ দিবসে কাশ্মীরে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বিশ্বে নতুন অর্থনীতির জন্ম দিয়েছে যোগাসন। শুক্রবার সকালে কাশ্মীরের শ্রীনগরে…

1 hour ago

Python Rescued | মুরগি খেতে এসে ধরা পড়ল অজগর

চালসা: খাবারের লোভে মুরগি খেতে এসে ধরা পড়ল একটি অজগর। শুক্রবার ভোরে চালসা ডিইসি পাড়ার…

2 hours ago

Teesta River | তিস্তার ভয়ে নিরাপদ আশ্রয়ে মেল্লিবস্তি

সানি সরকার, শিলিগুড়ি: ১০ নম্বর জাতীয় জাতীয় সড়কের পদে পদে তো বিপদ রয়েইছে, নতুন করে…

2 hours ago

Train Accident | দুর্ঘটনার নেপথ্যে গাফিলতির তত্ত্বও, প্রশ্নে রেলের প্রশিক্ষণ

রাহুল মজুমদার, শিলিগুড়ি: সিগন্যালিং ব্যবস্থা নিয়ে রেলকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ না হওয়ার জন্যই কি দুর্ঘটনার কবলে…

3 hours ago

This website uses cookies.