হরিশ্চন্দ্রপুরঃ গুরুতর জখম অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল গ্রামের রেললাইন সংলগ্ন রাতুয়া মাঠ এলাকায় রক্তাক্ত অবস্থায় কিশোরীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বর্তমানে মেয়েটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজে।
জানা গিয়েছে, জখম কিশোরীর নাম মিনারা ইয়াসমিন। বয়স ১৩ বছর। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার অধীন মতিলাল এলাকায়। এদিন বিকেলে সে পার্শ্ববর্তী গ্রাম মাটিয়ারী থেকে আসছিল। সেই সময় কেউ বা কারা ঐ মেয়েটিকে আক্রমণ করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এরপরই তাকে উদ্ধার করে মশালদহ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।