হরিশ্চন্দ্রপুর: মায়ের সঙ্গে স্নান করতে এসে চোখের সামনে ফুলহার নদীতে (Fulahar River) তলিয়ে গেল বছর পাঁচের পুত্র সন্তান। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur) থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড় ঘাটে। একমাত্র পুত্রকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে বাবা-মা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভালুকা ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির নাম রাহাত হোসেন। বাড়ি দৌলতনগরে। আজ দুপুরে মায়ের সঙ্গে ফুলহার নদীতে স্নান করতে আসে সে। মা ঘাটের এক পাশে কাপড় কাচছিলেন। সেই সময় শিশুটি জলে নেমে যায়। ঘাটের কাছে গভীর গর্ত থাকায় শিশুটি মায়ের চোখের সামনে তলিয়ে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।