লন্ডন: পণের জন্য স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল ইংল্যান্ড (England) নিবাসী ভারতীয় তরুণ পঙ্কজ লাম্বার বিরুদ্ধে। ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের ব্রিসবেন রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ডিকি থেকে তাঁর স্ত্রী হর্ষিতার দেহ উদ্ধার (Harshita Brella Murder Case) হয়। তারপর থেকেই পলাতক পঙ্কজ ও তাঁর পরিবার।
চলতি বছরের মার্চে পঙ্কজের সঙ্গে বিয়ে হয়েছিল দিল্লির (Delhi) বাসিন্দা হর্ষিতা ব্রেলার। তারপর থেকে ইংল্যান্ডেই থাকতেন এই দম্পতি। হর্ষিতার দিদি সোনিয়া জানিয়েছেন, বিয়ের সময় সোনার গয়না, নগদ টাকা যৌতুক দেওয়া হয়েছিল পঙ্কজকে। তা সত্ত্বেও পণের জন্য হর্ষিতাকে চাপ দেওয়া হত। ২৯ অগাস্ট পঙ্কজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগও দায়ের করেছিলেন হর্ষিতা। সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন সোনিয়া। তিনি আরও জানিয়েছেন, ১৫ নভেম্বর পূর্ব লন্ডনের একটি থানা থেকে হর্ষিতার দেহ উদ্ধারের খবর জানানো হয়। তারপর চেষ্টা করেও পঙ্কজের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন সোনিয়া। হর্ষিতার দেহ উদ্ধারের পর থেকেই পঙ্কজ ও তাঁর পরিবার নিখোঁজ। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ। পঙ্কজ ধরা পড়লে এই হত্যা রহস্যের জট খুলতে পারে বলে অনুমান করা হচ্ছে।