মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Spying | দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ! গ্রেপ্তার জনপ্রিয় মহিলা ইউটিউবার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের গুপ্তচরদের গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হলেন ৬ জন (Spying)। এদের মধ্যে হরিয়ানার এক মহিলা ইউটিউবারও (Youtuber) রয়েছেন। সূত্রের খবর, পাক গুপ্তচরদের সাহায্যকারী এই চক্রটি মূলত হরিয়ানা এবং পঞ্জাবজুড়ে বিস্তৃত ছিল। এদেশের গোপন তথ্য পাকিস্তানে (Pakistan) পাচারের বিনিময়ে অভিযুক্তরা পেতেন মোটা অঙ্কের টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার ধৃত মহিলা ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা। ‘ট্রাভেল উইথ জো’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। সেই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর। গত ১৩ মে দানিশকে ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করেছে ভারত সরকার। আর এই দানিশের বিরুদ্ধেই জ্যোতিকে পাক গুপ্তচর সংস্থার আরও আধিকারিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে বিভিন্ন গোপন তথ্য পাচার করতেন জ্যোতি। শাকির ওরফে রানা শাহবাজ নামে এক পাক এজেন্টের নম্বরও ‘জাঠ রানধাওয়া’ নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে।

জ্যোতি ছাড়াও গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন গুজালা নামে (৩২) পঞ্জাবের বাসিন্দা এক মহিলা। চলতি বছর ২৭ ফেব্রুয়ারি ভিসার জন্য আবেদন করতে তিনি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে যান। সেখানে গিয়ে দানিশের সঙ্গে দেখা করেন এবং পরবর্তীতে নিয়মিত যোগাযোগ রাখা শুরু করেন। দফায় দফায় দানিশ গুজালাকে টাকাও পাঠিয়েছেন অনলাইনে। এই মামলায় গ্রেপ্তার হওয়া বাকিদের মধ্যে রয়েছেন মালেরকোটলার ইয়ামিন মোহাম্মদ, হরিয়ানার কৈথালের দেবিন্দর সিং ধিলন, হরিয়ানার নুহের আরমান।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Axiom-4 | পৃথিবীতে পৌঁছে গেলেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী, প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ করল ‘ড্রাগন’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে...

Nimisha Priya | আলোচনায় আশার আলো! ইয়েমেনে আপাতত স্থগিত ভারতীয় নার্স নিমিশার ফাঁসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় স্বস্তি। ইয়েমেনে (Yemen) কেরলের...

Price of Medicine | অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র! তালিকায় রয়েছে ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭১ টি অত্যাবশকীয় ওষুধের দাম...

BJP worker murder case | বিজেপি কর্মী খুনে চার্জশিটে নাম, হাইকোর্টে আগাম জামিনের আর্জি পরেশ পাল সহ তিন নেতা-নেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিজেপি কর্মী অভিজিৎ সরকার...