উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় (Haryana) তৃতীয়বার জিতেছে বিজেপি (BJP)। এরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) জিলিপি পাঠাল গেরুয়া শিবির। কংগ্রেস নেতার অফিসে পাঠানো হয়েছে জিলিপি। তবে রাহুলকে খোঁচা দিতেই বিজেপির এমন কাণ্ড বলে মত রাজনীতিক মহলের।
হরিয়ানার বিজেপি সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা রয়েছে, ‘ভারতীয় জনতা পার্টি হরিয়ানার সমস্ত কার্যকর্তার তরফে রাহুল গান্ধির জন্য জিলিপি পাঠানো হয়েছে।’ কিন্তু জিলিপিই কেন? হরিয়ানায় নির্বাচনি প্রচারে গিয়ে রাহুল দাবি করেছিলেন, কেন্দ্রের জিএসটির কোপে জিলিপি ব্যবসায়ীদের বিরাট ক্ষতির মুখে পড়তে হয়েছে। বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়। এবার ভোটে জয় নিশ্চিত হওয়ার পর তাই জিলিপি পাঠানো হল।
এদিকে হরিয়ানার জনতার এই রায় মানতে নারাজ কংগ্রেস। তাদের দাবি, এই ফলাফল সেরাজ্যের বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়।