উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত অবমাননার দায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ৬ মাসের কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (Dhaka Tribunal)। বুধবার এই আদেশ দিয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
আওয়ামি লিগের এক নেতার সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে এক নারীকণ্ঠ শোনা যায়। যিনি বলছেন, আওয়ামি লিগের নেতাকর্মীদের উপর পুলিশ এবং তদন্তকারীরা যেভাবে অত্যাচার করেছে, তাঁরা কেউ রেহাই পাবে না। বিএনপি-সহ যে বিরোধী দলগুলি আওয়ামি লিগের নেতাকর্মী, সমর্থকদের হত্যা, অপহরণ, মারধোর করছে, ঘরবাড়ি লুট করছে তারা কেউ ছাড় পাবে না। প্রত্যেককে একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারণ এক মাঘে শীত যায় না। সঙ্গে এও বলতে শোনা গিয়েছিল, আমার নামে আড়াইশো খুনের মামলা হয়েছে। এই অডিওর সুত্র ধরে আওয়ামি লিগ বিরোধী দল, পুলিশ-প্রসাশন এবং তদন্তকারীদের হুমকি দেওয়ার অপরাধে মামলা দায়ের ট্রাইব্যুনাল আদালতে।
এদিন ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চের রায় ব্যাখ্যা করে চিফ প্রস্টিটিউটর তাজুল ইসলাম বলেন, ফোনে যে নারী কণ্ঠ শোনা গিয়েছে তা শেখ হাসিনার। তিনিই এভাবে হুমকি দিয়েছেন। ওই অডিও এআইয়ের মাধ্যমে তৈরি নয়। তাই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের (Jail) নির্দেশ দেওয়া হল। অন্যদিকে, হাসিনার আইনজীবী প্রাক্তন প্রধানমন্ত্রীকে নির্দোষ বলে দাবি করেছেন।