উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে ঘৃণাভাষণ উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে, দাবি আমেরিকার। বুধবার আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন রিপোর্ট প্রকাশ করে জানান, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গোটা বিশ্বে এখনও বহু মানুষের কাছে স্বীকৃত হয়নি। পাশাপাশি, ভারতে সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষ করে মুসলিম এবং খ্রিস্টানদের উপর সহিংস আক্রমণ, হত্যা এবং সংখ্যলঘু উপাসনালয়ে ভাঙচুরের উল্লেখ আছে।
ভারতের প্রসঙ্গে ব্লিনকেন বলেন, ‘আমরা দেখছি ঘৃণাভাষণ, ধর্মান্তরণ বিরোধী আইন, সংখ্যালঘুদের বাড়ি এবং উপাসনাস্থল ভাঙার ঘটনা ভারতে উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে গোটা বিশ্বের মানুষ ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কঠোর পরিশ্রম করছেন। এই বিষয়গুলি নিয়ে আমেরিকার শীর্ষ আধিকারিকেরা ধারাবাহিক কথা বলেছেন নয়াদিল্লির সঙ্গে।’
উল্লেখ্য, গত বছরও আমেরিকার ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ভারতের বহুত্ববাদ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ভারত অবশ্য ওই রিপোর্টকে ‘ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত’ বলে খারিজ করে দেয়। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক রিপোর্ট তৈরি করছেন আমেরিকার কিছু আধিকারিক।