উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্দেশে বলেছিলেন, ‘কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আজও।’ প্রদীপ ভট্টাচার্য যখন একথা বলেন, তখন তাঁর পাশে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতির পাশে বসে মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন কথা বলছেন প্রদীপ ভট্টাচার্য! এমন ঘটনা সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে সমালোচনা।
গতকাল কংগ্রেসের (Congress) এক অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এবং শুভঙ্কর সরকার (Shubhankar Sarkar) সংবাদ মাধ্যমের সামনে একাধিক ইস্যুতে কথা বলেন, সেই সময় প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘সেদিন মমতাকে বহিষ্কার করা ঠিক হয়নি। আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।’ এই বক্তব্য নিয়ে শুরু হয় সমালোচনা। প্রদেশ কংগ্রেস সভাপতির পাশে বসে এমন কথা বলছেন প্রবীণ কংগ্রেস নেতা? যদিও এই প্রসঙ্গে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন প্রদীপ সরকার।
তিনি বলেন, ‘অনুষ্ঠানে প্রদীপবাবুর পাশে বসে থাকলেও ঠিকমতো তাঁর বক্তব্য শুনতে পাননি। কারণ, অনেক সময়ে প্রযুক্তিগত ত্রুটিতে শব্দ শুনতে সমস্যা হয়। তাছাড়া মঞ্চে বসে তিনি সংগঠনের কিছু কাজকর্ম করছিলেন। সবমিলিয়ে মমতাকে নিয়ে প্রদীপবাবুর মন্তব্য তাঁর কান এড়িয়ে গিয়েছে। তাই এবিষয়ে এখনই কোনও প্রতিক্রিয়া দেবেন না। সেইসঙ্গে শুভঙ্করবাবু এও জানান, ”উনি যা বলেছেন, তার ব্যাখ্যা উনিই দিতে পারবেন।’