উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জীবিত রয়েছেন উস্তাদ জাকির হুসেন! রবিবার রাতেই এই কিংবদন্তি তবলাবাদকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছিল বিশ্ব জুড়ে। এরই মধ্যে তাঁর জীবিত থাকার খবর জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন উস্তাদের ভাইপো বলে পরিচয় দেওয়া আমির আউলিয়া নামে এক যুবক।
নিজের এক্স হ্যন্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “আমি জাকির হুসেনের ভাইপো। উনি বেঁচে আছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনার জন্য প্রার্থনা করতে বলেছিলাম। ওঁর অবস্থা সঙ্কটজনক হলেও উনি জীবিত আছেন। দয়া করে এসব ভুল তথ্য সরিয়ে নিন।”