শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Shuvendu Adhikari | ‘উনি তো ছবি তুলতে গিয়েছিলেন’, মুখ্যমন্ত্রীর সফরকে কটাক্ষ শুভেন্দুর’

শেষ আপডেট:

কলকাতা: বন্যাকবলিত পাঁশকুড়ায় গিয়ে বন্যাদুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তকে ঘিরে ধরে পানীয় জলের জন্য দাবি করেন বন্যাকবলিত মানুষরা। এদিকে মুখ্যমন্ত্রীর পাঁশকুড়া সফরকে পালটা নিশানা করেছে বিজেপি। সুকান্ত বলেন, ‘বন্যার সময় না এসে বন্যা হওয়ার আগে যদি আসতেন, তাহলে মানুষকে এই দুর্গতির শিকার হতে হত না। শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রীর সফরে বন্যাকবলিত মানুষের দুর্দশা বেড়েছে। বৃহস্পতিবার পাঁশকুড়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এদিন পাঁশকুড়া সফরের সিদ্ধান্ত নেন সুকান্তও।

ডিভিসির ছাড়া জলে দুর্গাপুজোর মুখে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হুগলি ও হাওড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য ঝাড়খণ্ড সরকার ও ডিভিসিকে দুষে ম্যান মেড বন্যা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আরজি কর ইস্যুতে দমদম নাগেরবাজারে মিছিল ও সভায় মুখ্যমন্ত্রীর এই ম্যান মেড বন্যার দাবি নিয়ে তর্জা চরমে ওঠে। মুখ্যমন্ত্রীর অভিযোগকে একযোগে আক্রমণ করেন সুকান্ত-শুভেন্দুরা। এদিন পাঁশকুড়া পুরসভার ১৮ নং ওয়ার্ডের জোদরাতে বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিলিবণ্টন করতে গেলে সুকান্তকে ঘিরে ধরে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান মানুষ। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘আমরা ১ লাখ জলের পাউচ বিলি করেছি, যেখানে ১০ লাখ পাউচ দরকার। এটা সিন্ধুতে বিন্দু। রাজ্য সরকার মানুষকে পানীয় জলটুকুও দিতে পারছে না। রাজ্য সরকার ও প্রশাসনকে কোথাও দেখাই যাচ্ছে না।’

মুখ্যমন্ত্রীর পাঁশকুড়া সফর প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীকে বলব, বন্যার সময় না এসে, বন্যা হওয়ার আগে যদি উনি এখানে এসে জেলা প্রশাসনকে বাঁধ মেরামতি সহ বন্যা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলতেন, তাহলে পাঁশকুড়ার মানুষকে এই অবস্থায় পড়তে হত না।’

মুখ্যমন্ত্রীর ম্যান মেড বন্যা মন্তব্যকে কটাক্ষ করে সুকান্ত বলেন, ‘উনি কোনও কিছুতেই নিজের দোষ দেখতে পান না। নিজের ঘাড়ে কোনও দায় নেন না। চাকরি হচ্ছে না কেন? সেটাতেও উনি কেন্দ্রকে দায়ী করেন।’  বিরোধী দলনেতার দাবি, গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের সেচ দপ্তরকে জানিয়েই মাইথন ও পাঞ্চেত থেকে ডিভিসি জল ছেড়েছে। বর্ষার আগে রাজ্যের সেচ দপ্তর নদী ও সেচ বাঁধগুলির মেরামতি না করার জন্যই মানুষকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে।’

এদিন দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির বন্যাকবলিত এলাকার মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রীর পাঁশকুড়া সফরে পুলিশি নিরাপত্তার বাড়াবাড়ি নিয়ে অভিযোগ করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘উনি তো ছবি তুলতে গিয়েছিলেন। বন্যাদুর্গত এলাকায় পুলিশ, প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারের কাজে না লাগিয়ে মুখ্যমন্ত্রীর সফরের নিরাপত্তায় ১ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্গত মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রীর দেওয়া কোনও প্রতিশ্রুতিই আখেরে মিলবে না বলেও কটাক্ষ করেন শুভেন্দু।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...

SSC Result 2025 | ফলাফল দেখতে অসুবিধে! পরীক্ষার্থীদের সুবিধের জন্য নতুন ওয়েবসাইট খুলল স্কুল সার্ভিস কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে ঘোষণা হয়েছে এসএসসি-র...

TMC MP Kalyan Banerjee | সাংসদ কল্যাণের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছিল ৫৫ লক্ষ, সেই টাকা ফেরাল ব্যাংক  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের...