উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি (SSC Group C Group D) শিক্ষাকর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হতেই মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP MLA Shuvendu Adhikari)। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী সকলকে বিঁধলেন একযোগে। সঙ্গে জানালেন, আদৌ কলকাতা হাইকোর্টের রায় মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে।
শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, ‘একটা সময় চিটফান্ড কাণ্ডে বন্ধ হয়ে চাওয়া চ্যানেলের কর্মীদের রিলিফ ফান্ড থেকে কখনও দশ হাজার, কুড়ি হাজার করে ভাতা দিয়েছিলেন। যা চূড়ান্ত অপরাধ। এভাবে টাকা দেওয়া যায় না। বিরোধী দলনেতা হিসেবে আমি কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আজকের রায়কে স্বাগত জানাচ্ছি।’
এরপর মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কোর্ট আজ যে রায় দিয়েছে সেই রায় মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মানবেন কিনা সন্দেহ আছে। কারণ ওবিসি রিজার্ভেশন দিয়ে যে অর্ডার কোর্ট দিয়েছে, তার পরেও শিক্ষা দপ্তরের ভর্তির ওয়েবসাইটে দেখবেন অ্যাডমিশনের কাজ চলছে। তিন-চারদিন হয়ে গেল মাননীয় বিচারপতিদ্বয় যে রায় দিয়েছিলেন, সেই অর্ডার এখনও মানা হয়নি। এখন না মানলে বিচারব্যবস্থায় ঠিক হবে, তারা কী সিদ্ধান্ত নেবে। আদালত অবমাননা হলে ব্রাত্য বসু, মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপো জেলে যাবেন না। রাজ্যের মুখ্যসচিব, অর্থসচিব, শিক্ষাসচিব জেলে যাবেন। কাজেই তাঁরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন, ব্যাগ গোছান। আপনারা তো শিরদাঁড়া খুলে রেখে এসে নবান্নে বসে আছেন, তাই আপনাদের এই পরিণতিই হবে।’