Wednesday, May 31, 2023
Homeরাজ্যদক্ষিণবঙ্গ‘মুখ্যমন্ত্রী ঋষি-মনীষীর সমতুল্য’, অনুপ্রেরণায় দাস থেকে বন্দ্যোপাধ্যায় হলেন প্রধান শিক্ষক

‘মুখ্যমন্ত্রী ঋষি-মনীষীর সমতুল্য’, অনুপ্রেরণায় দাস থেকে বন্দ্যোপাধ্যায় হলেন প্রধান শিক্ষক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের অনুপ্রেরণায় দাস থেকে বন্দ্যোপাধ্যায় হলেন প্রধান শিক্ষক। নদিয়ার হোগলবেরিয়া আদর্শ শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ ভক্ত। তাঁর মতে মমতা মুনি-ঋষির ন্যায় সমতুল্য। সেই কারণেই তাঁর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বাবার পদবী বদলে বন্দ্যোপাধ্যায় পদবী রাখলেন গিরীন্দ্রনাথ বাবু।

এর আগেও পাঠ্যবইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। পাঠ্যবইয়ে নিজের দায়িত্ব নিয়ে ছবি ছাপানোয় কয়েকজন পড়ুয়া প্রতিবাদ করেন। সেই সময় ওই ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষককের বিরুদ্ধে। পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা এসে বিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রধান শিক্ষককের জবাব ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। তিনি গোটা রাজ্য চালাচ্ছেন। তার অধীনে পুলিশ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা সবকিছুই চলছে। রাজ্যের সাধারণ মানুষ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাহলে কেন মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না পাঠ্যবইয়ের প্রথমে।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুপ্রাণিত হয়ে নিজের পদবী পরিবর্তন করে নিলেন তিনি। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী একজন মুনি ঋষি সমতুল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইজ্যাক নিউটনের থেকেও কম কিছু নয়। বিভিন্ন ঋষি মনীষীর মতো সমান দক্ষ তিনি। কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী এবং রূপশ্রী সহ মানুষ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। পানীয় জল থেকে শুরু করে চাল সবকিছুই বাড়িতে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতো মুখ্যমন্ত্রী গোটা দেশ কেন পৃথিবীতে একটাও নেই। কর্নাটকে বিজেপি পরাজিত হয়েছে। আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হবেন। সেই কারণেই আমি তার খুব প্রিয় ভক্ত হয়ে নিজের টাইটেল চেঞ্জ করেছি।‘

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments