বালুরঘাট: দীর্ঘ ১২ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলায় প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকের নিয়োগপত্র (Head Master Recruitment) বিলি শুরু হতেই তা বন্ধ করে দেওয়া হল। যদিও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে দাবি করা হয়েছে, নিয়োগপত্র বিলি বন্ধ নয় সাময়িক স্থগিত করা হয়েছে। দ্রুত তা আবার চালু করা হবে। এদিকে হঠাৎ করে অজানা কারণে নিয়োগপত্র বিলি বন্ধ হতে শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিরোধী শিক্ষক সংগঠনের দাবি, তৃণমূলের নিজেদের মধ্যে কলহের জেরেই এই নিয়োগপত্র বিলির প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। এনিয়ে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ।
শুক্রবার থেকেই নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু করার কথা ছিল। সেই মত নিয়োগপত্র সংগ্রহ করতে এদিন বালুরঘাটে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদে সকাল সকাল পৌঁছে যান বিভিন্ন ব্লকের এসআই ও তাদের প্রতিনিধিরা। এদিকে এসআই অফিসেও অপেক্ষায় ছিলেন হবু প্রধান শিক্ষকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবশেষে জানতে পারা যায়, আজ নিয়োগপত্র দেওয়া হবে না। কিন্তু কেন? এই প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর নেই। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদার দাবি, কিছু টেকনিক্যাল কারণে এই নিয়োগ আপাতত স্থগিত রাখা হল। তবে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সরাসরি তৃণমূলের কোন্দলকেই কারণ বলেই আখ্যা দিয়েছে। তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীর নেতাদের পছন্দের শিক্ষক পছন্দের স্কুলে জায়গা না পাওয়ায় মতবিরোধ চরমে চলে এসেছে বলে দাবি। সেই কারণেই চাপের মুখে পড়ে অবশেষে এই নিয়োগ বন্ধ হয়ে গেল বলে অভিযোগ। এছাড়াও কিছুদিন আগেই এই প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় জেলাশাসকের দ্বারস্থ হন দু’জন। এই ঘটনা তারও প্রভাব কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।