উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। রবিবার সন্ধ্যায় রাজভবনে সাক্ষাতের পর সাংবাদিকদের অরুণ হালদার জানান, জাতীয় কমিশনকে এখানকার সরকার সর্বোতোভাবে অসহযোগিতা করছে। তিনি গত ২ বছরে জাতীয় কমিশনের বাংলায় কাজ করার অভিজ্ঞতা রাজ্যপালকে জানিয়েছেন। অরুণ হালদারের কথায়, বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে হয়েছে। জাতীয় কমিশনকে অসহযোগিতা করার বিষয়টি ওনারও চিন্তার বাইরে বলে তিনি মন্তব্য করেন।
অরুণ হালদারের দাবি, রাজ্যপাল সামগ্রীক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, ডিজিপি সকলের সঙ্গেই কথা বলবেন। প্রয়োজনে সমস্ত আধিকারিকদের ডেকে রাজভবনেই বৈঠক করবেন। তিনি জানান, ময়না ও কালিয়াগঞ্জে কীভাবে প্রশাসন যুক্ত তা ওনাকে জানানো হয়েছে। উনি শুনে বিস্মিত হয়েছেন। রিপোর্টও দেওয়া হয়েছে। খুব সুন্দর আলোচনা হয়েছে রাজ্যপালের সঙ্গে। কমিশন এখানে কোনও রাজনীতি করতে আসেনি।
উল্লেখ্য এর আগেও একাধিকবার অরুণ হালদার দাবি করেছেন, এ রাজ্যে তফশিলি জাতির মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কমিশনকেও স্বাধীনভাবে কাজ না করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ও এক যুবকের পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগ ঘিরে রাজ্য সরকারের সঙ্গে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয় কমিশনের। যদিও কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে তৃণমূল।