উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমকামী বিয়ে নিয়ে শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। যদিও বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখার কথা জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
সমকামী বিয়ের আইনি স্বীকৃতি চেয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক ব্যক্তি ও সংগঠন। ওই দাবির বিরোধিতায় সরব হয়েছিল কেন্দ্রীয় সরকারের। এমনকী বিষয়টি সংসদের ওপরে ছেড়ে দেওয়ারও দাবি জানিয়েছিল। যদিও সেই দাবিতে কর্ণপাত করেনি শীর্ষ আদালত। ১০ দিন ধরে চলে শুনানি। আদালত সূত্রে খবর, বুধবারই সমকামী বিয়ে নিয়ে কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলির মতামত নিয়েছে সুপ্রিম কোর্ট। ৭টি রাজ্য তাদের মতামত জানিয়েছে। কেন্দ্রের সঙ্গে অসম, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান সমকামী বিয়ের আইনি বৈধতার দাবির বিরোধিতা করেছে। আবার চার রাজ্য-সিকিম, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ এবং মণিপুর এই বিষয়ে মতামত জানানোর জন্য আরও সময় চেয়েছে। এর মধ্যেই এই মামলার শুনানি শেষ জানিয়ে রায়দান স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে।
সাংবিধানিক বেঞ্চের বিচারপতি এসআর ভট্ট বলেন, ‘সাংবিধানিক বেঞ্চ এ সংক্রান্ত মামলায় ‘রিট’ আকারে রায়দান করে। যা মেনে নিতে হবে। এই ব্যবস্থাতেই আমরা চলছি। রাষ্ট্রের সীমারেখা থাকা উচিত।‘