কলকাতা: ঘূর্ণিঝড় মোকা নিয়ে রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। মোকার মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। তার মাঝেই রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সোমবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হতে পারে। ঘূর্ণিঝড়ের আগে বাংলায় তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে বলেই পূর্বাভাস। এমনকি তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে।
মৌসম ভবনের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মোকার পরোক্ষ প্রভাবেই এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানিয়েছেন তিনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে। বৃহস্পতিবারের আগে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, ঘূর্ণিঝড় মোকার মোকাবিলা নিয়ে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ‘পূর্বাভাস মোতাবেক বাংলার কিছু এলাকায় ৯ ও ১০ মে একটু ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ মে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ১০ ও ১১ মে দিঘা এবং সুন্দরবনের মতো এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুতি সেরে রেখেছি। কোনও সমস্যা হলে আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেব।’
সকলকে অভয় দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সম্ভবত এই ঝড় বাংলাদেশ হয়ে মায়ানমারে চলে যাবে। তাই ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। যেভাবে আগের সাইক্লোনগুলি সামলেছি, এবারও সেভাবেই সামলে নেব।’ ঝড়-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নবান্নর পাশাপাশি জেলায় জেলায় কন্ট্রোলরুমও খোলা হয়েছে বলে জানিয়েছেন মমতা।