Wednesday, June 26, 2024
HomeBreaking NewsRain in Bengal | উত্তরের তিন জেলায় পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

Rain in Bengal | উত্তরের তিন জেলায় পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস

সানি সরকার, শিলিগুড়ি: বিকেল হওয়ার আগেই দুপুরের চড়া রোদ উধাও। কালিম্পংয়ের আকাশে ঘনঘটা। সন্ধে নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি (Rain in Bengal)। একই ছবি সিকিমের রংপো থেকে দার্জিলিংয়ের আকাশেও। সঙ্গে বজ্রপাত। এরই মধ্যে পূর্ব অসম এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। যথারীতি আবহাওয়া দপ্তরও নতুন করে সতর্কবার্তা জারি করেছে।

পাঁচদিন কোচবিহারের (Coochbehar) পাশাপাশি জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Alipurduar) ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস রয়েছে ওই বার্তায়। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে হলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের সর্বত্রই কমবেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে।’ আবহাওয়া দপ্তরের তরফেও স্পেশাল বুলেটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ থেকে পূর্ব ও উত্তর-পূর্ব দিক দিয়ে পূর্ব অসমে পৌঁছে মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হবে রেমাল। ফলে নিম্নচাপের জেরে গৌড়বঙ্গের বাইরে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টিপাত হবে বলে ওই বুলেটিনে বলা হয়েছে।

এই তিন জেলায় দু’একটি জায়গায় ভারী থেকে অতিভারী অর্থাৎ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়া হাওয়ার সতর্কতা রয়েছে। এই বৃষ্টির জেরে কিছুটা ঘাটতি মিটতে পারে বলে মনে করা হচ্ছে।

কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীগুলির ওপর নজরদারি রাখছে সেচ দপ্তর। সাধারণত বর্ষার কথা মাথায় রেখে জুন মাসের প্রথম দিন থেকে কন্ট্রোল রুম খোলা হয়। রেমালের প্রভাবের কথা মাথায় রেখে এখন থেকেই নদীগুলিতে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে তিস্তায়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। অন্যদিকে, ৪-২-৩-১ ছকে দল...

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা হয়নি। গঙ্গা-তিস্তার জল বিতর্ক প্রসঙ্গে ঢাকায় ফিরে এই মন্তব্যই...

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে...

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিল সাদা-কালো ব্রিগেড। বড় ব্যবধানে জয়...

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল...

0
দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনায় প্রাণহানীর মতো ঘটনা। মঙ্গলবারও এই বেহাল সড়ক কেড়ে...

Most Popular