ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন (presidential election) নিয়ে চলছে ব্যাপক শোরগোল জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যেই শাসক এবং বিরোধী উভয় পক্ষের প্রার্থীর কথা প্রকাশ্যে এসেছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাঁড়িয়েছেন যশবন্ত সিনহা। এবং এনডিএর পক্ষ থেকে দাঁড়িয়েছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য বিজেপির প্রয়োজন ছিল ১২০০০ ভোটের। আর সেই জায়গায় দেখা যাচ্ছে, উড়িষ্যার জনজাতি সমাজের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুকে দাঁড় করিয়ে সেখানকার শাসকদল বিজেডির ৩২ হাজার ভোট নিশ্চিত করে নিল গেরুয়া শিবির। অন্যদিকে একইসাথে ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম এর পক্ষ থেকে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তাহলে দেখা যাচ্ছে, এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির পাল্লা ভারী। এবং আগামী রাষ্ট্রপতি পদে দ্রৌপদীর বসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে ঝাড়খণ্ডের ভূমিপুত্র হলেন যশবন্ত সিনহা। কিন্তু ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম জনজাতি সমর্থিত দল। অন্যদিকে দ্রৌপদীর পিতৃকূল সোরেন গোষ্ঠীর। আবার উভয় পরিবারের মধ্যে হৃদ্যতাও আছে। হেমন্ত সোরেনের স্ত্রীও ময়ূরভঞ্জ এলাকার। গোষ্ঠীগত দিক থেকে হেমন্ত সোরেনের সমর্থনের ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রৌপদী মুর্মুকে সমর্থন না করলে রাজ্যের জনজাতি ভোট বিজেপির ঘরে চলে চলে যাওয়ার আশঙ্কা করছে জেএমএম। তড়িঘড়ি তাই তাঁরা নিজেদের সমর্থন জানিয়ে দিল দ্রৌপদী মুর্মুকে। অতএব বোঝাই যাচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন শুধুমাত্র নিয়ম রক্ষা করতেই হবে। কারণ খাতায় কলমে রাষ্ট্রপতি হয়েই গেছেন দ্রৌপদী মুর্মু।
শিয়রে রাষ্ট্রপতি ভোট, সমর্থন আদায়ে বিভিন্ন নেতাকে ফোন দুই প্রার্থীর
ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদে বিরোধীপক্ষের প্রার্থী হয়েছেন যশবন্ত...
Read more