উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন না ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) নেতা হেমন্ত সোরেনের ইডি (ED) গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে আনা আবেদন নাকচ করে দেয় শীর্ষ আদালত। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং সতীশচন্দ্র শর্মাকে নিয়ে গঠিত অবসরকালীন বেঞ্চ এদিন সোরেনকে প্রবল ভর্ৎসনাও করে। হেমন্ত সোরেন সুপ্রিম কোর্টে তথ্য গোপন করেছেন বলে জানায়।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারিতে সরকারি অর্থ তছরুপের অভিযোগে ইডি গ্রেপ্তার করে সোরেনকে। সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন আদালতের রায়ের পর স্পষ্ট, নির্বাচনি প্রচারে বেরোনোর সুযোগ পাবেন না সোরেন।