উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর (Jharkhand CM) পদে ফিরতে চলেছেন হেমন্ত সোরেন। তাই বুধবার সন্ধ্যায় রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তারপরই নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আবেদন জানান হেমন্ত। এদিন হেমন্ত সোরেনের বাড়িতে জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের বৈঠক হয়। বৈঠকে হেমন্ত সোরেনকেই মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত করা হয়। এর আগে জেএমএম পরিষদীয় দলের বৈঠকেও বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে সরিয়ে হেমন্তকে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে।
তবে সূত্রের খবর, দলের এই সিদ্ধান্তে খুশি নন চম্পাই সোরেন। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তের কথা মেনে নিয়ে ইস্তফা দিতে রাজি হন তিনি। বর্তমানে জেএমএমের শীর্ষপদে রয়েছেন হেমন্তের বাবা শিবু সোরেন। হেমন্ত আছেন কার্যকরী সভাপতি পদে। হেমন্ত মুখ্যমন্ত্রী হলে চম্পাইকে নতুন কার্যকরী সভাপতি করা হতে পারে বলে জল্পনা। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তার হওয়ার আগেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। পাঁচ মাস জেলে থাকার পরে গত ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে মুক্তি পান হেমন্ত।