উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসআইআরের সমর্থনে সোদপুর ও পূর্ব বর্ধমানে মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি। এই জোড়া মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই জোড়া মিছিলের বিরোধিতা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। রাজ্যের তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। রাজ্যের এই আবেদন খারিজ করে দিন বদল করে শর্তসাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
এসআইআরের সমর্থনে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার সোদপুরে এবং বুধবার পূর্ব বর্ধমানের মিছিলের কর্মসূচি নিয়েছে বিজেপি। কিন্তু পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় সোমবারই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিরোধিতা করে রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল, দু’টি মিছিলই বন্ধ করার নির্দেশ দিক আদালত। রাজ্যের তরফে এ-ও বলা হয় যে, মঙ্গলবার রাস উৎসব। বুধবার গুরু নানকের জন্মদিন। তাই ওই এলাকাগুলিতে মিছিল করা হলে প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। মঙ্গলবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং স্মিতা দাস দে-র বেঞ্চ দ্বিতীয় মিছিলটি অন্য দিনে করতে বলেন। রাজ্য বিজেপির তরফে জানানো হয়, তারা আগামী ৯ নভেম্বর (রবিবার) মিছিল করতে চায়। রাজ্যের আইনজীবী এই প্রস্তাবের বিরোধিতা করেননি।
এদিকে ডিভিশন বেঞ্চের নির্দেশের আগেই অবশ্য সোদপুরে মিছিল শুরু হয়। ডিভিশন বেঞ্চের শুনানিতে বিজেপির আইনজীবী জানান, বুধবার গুরুনানকের জন্মদিন। সেই উপলক্ষে শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে প্রস্তুত বিজেপি। হাইকোর্টের নির্দেশ মেনে রবিবার শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিল হবে পূর্ব বর্ধমানে।

