Exclusive

Higher Secondary Exam 2024 | উচ্চমাধ্যমিকের আগে শব্দের তাণ্ডব

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: শুক্রবার থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2024)। পরীক্ষার্থীদের কথা ভেবে আগে থেকেই মাইক-ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। কিন্তু মাধ্যমিক (Madhyamik) শেষ হতে না হতেই কার্যত প্রশাসনের নির্দেশিকা অমান্য করে শব্দদানবের বাড়বাড়ন্তের অভিযোগ উঠল আলিপুরদুয়ার (Alipurduar) শহরে। বিয়েবাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে বাজিপটকার শব্দ ও ব্যান্ডপার্টির তাণ্ডব শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। আর বুধবার, সরস্বতীপুজোর দিন আরও বাড়াবাড়ি দেখা গেল। এদিন তো একাধিক জায়গায় মাইক, ডিজে উচ্চগ্রামে বাজতে দেখা গিয়েছে।

মঙ্গলবার রাত থেকেই বিষয়টি নিয়ে অভিযোগ আসতে শুরু করেছিল পুলিশের কাছে। সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেইমতো পদক্ষেপ করে পুলিশও। অভিযোগ পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ কয়েকটি জায়গায় যায়। থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। বড়সড়ো তেমন কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে গুরুত্বপূর্ণ জায়গায় টহলদারি ও চেকিং চলছে। এছাড়া উৎসবের সময় সেফ ড্রাইভের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।’

সরস্বতীপুজো (Saraswati puja) উপলক্ষ্যে একাধিক জায়গায় উচ্চগ্রামে মাইক বাজানোর অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এদিন গানবাজনার সঙ্গে দিনভর হইহুল্লোড় চলে। তাতে ডিজে ব্যবহার করা হয়েছে। বেলা যত গড়িয়ে সন্ধ্যার দিকে গিয়েছে, তত সেই আওয়াজের মাত্রা বেড়েছে বলে অভিযোগ। এতে সংলগ্ন এলাকার পরীক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। তবে অভিযোগ পেয়ে পুলিশের তরফে অবশ্য অনেক জায়গাতেই শব্দ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। কেউ কেউ সেই নির্দেশ মেনে চলেছেন। কেউ কেউ মানেননি। আর তা নিয়েই অনেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবকরা ক্ষুব্ধ।

এক অভিভাবকের কথায়, ‘বাড়িতে পরীক্ষার্থী রয়েছে। এদিকে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত বিয়েবাড়ির অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্চগ্রামে বাজনা বাজিয়েছে ব্যান্ডপার্টি। তীব্র শব্দে নাজেহাল হতে হয়েছে।’ নিউটাউন এলাকায় চার-পাঁচটি বিয়েবাড়ির শোভাযাত্রা বড় বড় সাউন্ডবক্স বাজিয়ে এলাকা পরিক্রমা করেছে।

এব্যাপারে প্রবীণ নাগরিক সংস্থার তরফে ল্যারি বসু বলেন, ‘মঙ্গলবার রাতে বিকট শব্দে নাজেহাল হতে হয়েছে। পরে পুলিশকে জানানো হয়। রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ সেই তাণ্ডব থামে।’

প্রশ্ন উঠছে, পুলিশের নজরদারি সত্ত্বেও এভাবে চুপিসারে সাউন্ড বক্স ভাড়া দেওয়া-নেওয়া হল কীভাবে? মাধ্যমিক চলাকালীন বাইরে থেকে মাইক ভাড়া করে অনুষ্ঠান চললে পুলিশ অভিযোগ পেয়ে সে সব বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। কিন্তু বিয়ের অনুষ্ঠান ও সরস্বতীপুজো উপলক্ষ্যে পুলিশের নির্দেশিকা লঙ্ঘন হয়েছে অনেকে জায়গাতেই। তবে পুলিশকর্তাদের দাবি, নজরদারির ফলেই গত বছরের তুলনায় এবার শব্দদানবের উৎপাত কম। সেইসঙ্গে তাঁরা আশ্বাস দিয়েছেন যে উচ্চমাধ্যমিক পরীক্ষার আগের দিন থেকে আরও কড়াকড়ি চলবে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

ISL | মধুর প্রতিশোধ যুবভারতীতে, ২-০ গোলে ওডিশাকে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনার ম্যাচে ওডিশাকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের ফাইনালে পৌঁছে গেল…

4 hours ago

AAP | আপের হয়ে দিল্লিতে প্রচারে অরবিন্দ পত্নী, ভিড় জমালেন মহিলারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যার স্বামী জেলে আছে, তাঁকে তো বাইরে আসতেই হবে’ কথাগুলি ৫২…

5 hours ago

Titanic | নিলাম হল টাইটানিকের ধনকুবের যাত্রীর সোনার পকেটঘড়ির, দাম উঠল  ১০ কোটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ডুবে গেলেও আজও জীবিত আছে মানুষের স্মৃতির মণিকোঠায়। ১১০ বছরেরও বেশি…

6 hours ago

Siliguri | মাটিগাড়ায় হামলা, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি সহ ৬

শিলিগুড়ি: মাটিগাড়ার কলাইবক্তরি এলাকায় রবিবার সন্ধ্যায় একদল দুষ্কৃতী বিজেপির স্থানীয় বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ…

6 hours ago

Migrant Worker | রমরমিয়ে চলা মাছের ব্যবসাই হল কাল, কেরালায় খুন হলেন মানিকচকের পরিযায়ী শ্রমিক

মানিকচকঃ কেরালায় গিয়ে মাছের ব্যবসায় ব্যাপক পসার জমিয়েছিলেন মালদার মানিকচক নাজিরপুরের একটি ছোট্ট গ্রাম লস্করপুরের…

6 hours ago

Mekhliganj | খোলা সীমান্ত দিয়ে ভুল করে ভারতে প্রবেশ! যুবককে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

মেখলিগঞ্জ: ভুল করে ভারতে ঢুকে পড়া এক যুবককে বাংলাদেশে ফেরাল বিএসএফ। রবিবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা…

7 hours ago

This website uses cookies.