উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধসে চাপা পড়ল বেসরকারি বাস। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রীর। আহত একাধিক। মঙ্গলবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিলাসপুরে (Bilaspur) ঘটনাটি ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ, এনডিআরএফ (NDRF) ও দমকল।
ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পিএমও-র এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘হিমাচল প্রদেশের বিলাসপুরে এত মানুষের প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল।’ একইসঙ্গে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
Saddened by the loss of lives due to a mishap in Bilaspur, Himachal Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next…
— PMO India (@PMOIndia) October 7, 2025
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলাসপুরে বাল্লু ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। আচমকা ধস নামে রাস্তায়। মুহূর্তে মারোটান-কালাউল রুটের ওই বাসটি চাপা পড়ে যায় কাদা ও পাথরের স্তরের নীচে। বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে আর্থমুভার ব্যবহার করে দ্রুত পাথর ও কাদার স্তর সরাচ্ছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

