উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিগ বসে পা রাখতে চলেছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ক্যানসারের চিকিৎসার মাঝেই সলমন খানের (Salman Khan) সঙ্গে শোয়ের মঞ্চ ভাগ করে নেবেন তিনি। উইকএন্ড কা ভার এপিসোডে দেখা যাবে হিনাকে।
বিগ বসের ১১ সিজনে নজর কেড়েছিলেন হিনা। সেরার মুকুট তাঁর মাথায় ওঠেনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্ডে। জানা গিয়েছে, বিগ বসে নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।
মারণ রোগ থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীরে। চলছে কেমোথেরাপি (Chemotherapy)। ব্রেস্ট ক্যানসারের (Breast Cancer) তৃতীয় ধাপ চলছে হিনা খানের। অদম্য সাহস ও মনের জোরকে সঙ্গী করে এগিয়ে চলেছেন হিনা। তাঁর জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা। পরে সিনেমা, ওয়েব সিরিজেও কাজ করেন।