কলকাতা: এবার স্কুলের পাঠ্যবইয়ে পড়ানো হবে ইস্টবেঙ্গল(East Bengal), মোহনবাগান(Mohun Bagan) ও মহমেডান ক্লাবের ইতিহাস। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই তিন ক্লাবের অবদান প্রচুর। স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও এই তিন ক্লাবের নাম জড়িয়ে আছে। সেই বিষয়ই থাকবে পাঠ্যসূচিতে। বিভিন্ন সময়ে তিন ক্লাবে খেলে যাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়দের নামও থাকছে পাঠ্যবইয়ে। চলতি শিক্ষাবর্ষ থেকেই একাদশ শ্রেণিতে এই তিন ক্লাবের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন, ‘স্বাধীনতার আগে এবং পরে এই তিন ক্লাবের কী অবদান, সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন। সেই কারণেই আমরা তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে নিয়ে এসেছি।’
বেশ কিছুদিন ধরেই এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যসূচিতে আনার ব্যাপারে আলোচনা চলছিল। গত শিক্ষাবর্ষ থেকেই তা আনার কথা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তা করা যায়নি। তখনই সিদ্ধান্ত হয়েছিল, চলতি শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যবইয়ে এই তিন ক্লাবের ইতিহাস আনা হবে। সেইমতো ফেব্রুয়ারি মাসেই তা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শেষ হয়ে যায়। এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে স্থান পাওয়া যুগান্তকারী সিদ্ধান্ত বলেই মনে করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

