Friday, April 19, 2024
HomeTop News‘হিটম্যানের’ নয়া রেকর্ড আইপিএলে! মুম্বইয়ের ১৬ কোটির রোহিত ‘শূন্য’ রানে আউট ১৬...

‘হিটম্যানের’ নয়া রেকর্ড আইপিএলে! মুম্বইয়ের ১৬ কোটির রোহিত ‘শূন্য’ রানে আউট ১৬ বার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলে নয়া নজির গড়লেন হিটম্যান। মুম্বাই ইন্ডিয়ান্সের ১৬ কোটির রোহিত শর্মা সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড গড়লেন আইপিএলে। শুধু খেলোয়াড় হিসেবে নয়। অধিনায়ক হিসেবেও নাকি এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড করে ফেলেছেন রোহিত। ১১ টি।

ভাবা যায়? তিনি রোহিত শর্মা! তাঁর নামের পাশেই বসে ‘হিটম্যান’। একসময় ব্যাট হাতে মাঠে নামলেই বিপক্ষের কালঘাট ছুটে যেত তাঁর ব্যাটিং-এর দাপটে। অথচ এবারে সেই রোহিত শর্মারই সময়টা কিঞ্চিৎ খারাপ যাচ্ছে। পরিসংখ্যান বলছে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘ডাক’ বা শূন্য করার নজির করে ফেলেছেন তিনি। ১৬-টি। শুধু খেলোয়াড় হিসেবে নয়। অধিনায়ক হিসেবেও নাকি এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড করে ফেলেছেন রোহিত। ১১ টি।

আইপিএলে সেই ২০১১ সাল থেকে তিনি আছেন মুম্বই দলে। সতীর্থদের মতে, তাঁর কথার ধরণ, খাওয়াদাওয়া, চালচলন সবেতেই মুম্বই-ছাপ স্পষ্ট। তিনি একেবারে ‘টিপিক্যাল’ মুম্বইবাসী। গত বছরেও রোহিত শর্মার ফর্ম মরুশহরের মতই খটখটে ছিল। ২০২২ সালে গোটা মরসুমে ২৬৮ রান করেছিলেন তিনি। গড় ২০-র নিচে। স্ট্রাইক রেট মেরেকেটে ১২০। এবারেও তাঁর মন্দা চলছে ব্যাটে। ১০ ম্যাচ খেলে রান মাত্র ১৮৪, স্ট্রাইক রেট ১২৬। গড় ১৮। গত ৩০ এপ্রিল রাজস্থান রয়্যালসের সঙ্গে মুম্বইয়ের ম্যাচের আগে ‘বিশাল’ নামক এক ভক্ত আন্দাজ করেছিলেন, ‘গত বছর জন্মদিনে রোহিত ৫ বলে ২ করেছিলেন। এবারে তাহলে নিশ্চয়ই ৫ বলে ৩ করবেন’। দেখা গেল, সেটাই হয়েছে, রোহিত একেবারে ৫ বলে ৩ রান করেই আউট হয়েছেন। ‘হিটম্যান’ কার্যত হয়ে পড়েছেন ‘মিসম্যান’। এককথায় ফর্মে নেই রোহিত। হতাশ রোহিত ভক্তরাও।

এদিকে, রোহিতকে বিশাল অঙ্ক দিয়ে ধরে রেখেছে মুম্বই। ১৬ কোটি। কিন্তু অত টাকা এখনও অবধি কিছুই ‘লাভ’ ঘরে আনতে পারল না মুম্বই। ভারতীয় দলে রোহিত ভুলো মনের জন্য ‘কুখ্যাত’। তিনি প্রায়ই বিমান থেকে নামার মুখে ল্যাপটপ, আইপড, পার্স, ব্যাগ ইত্যাদি ফেলে আসেন, হোটেল থেকে বেরনোর সময় পাসপোর্ট ভুলে চলে আসেন। একবার টস করতে গিয়েও ভুলে গিয়েছিলেন তিনি ব্যাটিং না ফিল্ডিং নেবেন! একদা রোহিতের পাসপোর্ট উদ্ধার করতে দলের ম্যানেজারকে বিস্তর বেগ পেতে হয়েছিল। এবার কি তাহলে রোহিত বড় রান করতেই ভুলে গেলেন? আপাতত এই জল্পনাতেই বিষণ্ণ ক্রিকেটমহল।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CCTV | বুথের সিসিটিভি ক্যামেরার ব্যাগ ফেলেই চলে গেল ভোটকর্মীরা, উদ্ধার করল এনজেপি থানার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে রাস্তার পাস থেকে উদ্ধার হল ৮ টি ব্যাগ ভর্তি সিসিটিভি ক্যামেরা। এদিন রাতে এগুলি উদ্ধার হয় শক্তিগড় ২...

Lok sabha election 2024 | দায়িত্ব পালনে ব্যর্থ! রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই...

Political Violence | বুথ থেকে বের হতেই প্রাণঘাতী হামলা শিলিগুড়িতে, লুটিয়ে পড়লেন বিজেপির পোলিং...

0
শিলিগুড়ি: পোলিং বুথ থেকে বের হতেই বিজেপির (Bjp) পোলিং এজেন্ট শ্যামল সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ঘটনায়...

Lok sabha election 2024 | প্রথম দফায় রাজ্যের ৩ কেন্দ্রে ভোট পড়ল ৮০ শতাংশের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গেল দিল্লি দখলের লড়াই। প্রথম দফায় রাজ্যে ভোট হল আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা...
party leaders do not keep track, the former Trinamool Councilor wants to remain as 'Chowmin Boudi'

খোঁজ রাখেন না দলের নেতারা, ‘চাউমিন বৌদি’ হয়েই থাকতে চান প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

0
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সকাল দশটা। কড়াইতে খাসির মাংস কষছিল পুরোদমে। শাড়ির আঁচল কোমড়ে পেঁচিয়ে অনবরত কড়াইতে হাতা নেড়ে যাচ্ছিলেন তিনি। হাতে সময়ও আর বেশি...

Most Popular