Friday, January 17, 2025
HomeMust-Read NewsHMPV | ‘আতঙ্ক নয়, প্রয়োজন সাবধানতা’, ভাইরাস নিয়ে আশ্বাসবাণী বিশেষজ্ঞদের

HMPV | ‘আতঙ্ক নয়, প্রয়োজন সাবধানতা’, ভাইরাস নিয়ে আশ্বাসবাণী বিশেষজ্ঞদের

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি : হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। কিছু সাবধানতা মেনে চললে এর সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখা যাবে। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, দেখা যাচ্ছে এই ভাইরাসে সংক্রামিতদের অধিকাংশই শিশু। তাই তাদের একটু সাবধানে রাখতে হবে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার তথা মাইক্রোবায়োলজির অধ্যাপক ডাঃ সঞ্জয় মল্লিক বলেছেন, ‘অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বর, সর্দির মতো উপসর্গ দেখা দিলে মাস্ক পরা, বারবার হাত ধোয়া, বেশি ভিড়ে না যাওয়া- এগুলি মেনে চললেই হবে। তাতে গোটা পরিবারই সুরক্ষিত থাকবে।’ দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিকের বক্তব্য, ‘হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে সরকারি কোনও অ্যাডভাইজারি আসেনি। আমাদের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রস্তুত রয়েছেন। যে নির্দেশ আসবে সেইমতো কাজ শুরু করা হবে।’

করোনা ভাইরাস নিয়ে ২০২০-’২১ প্রায় দু’বছর মানুষ আতঙ্কের মধ্যে কাটিয়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই এইচএমপিভি নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। বিশেষ করে বেঙ্গালুরুর পর কলকাতায় একটি শিশু এই ভাইরাসে সংক্রামিত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। যদিও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কলকাতার ঘটনা বেশ কয়েক মাস আগের।

আমজনতাকে আশ্বস্ত করে চিকিৎসকরা বলছেন, এই ভাইরাসে আতঙ্কের কিছু নেই। জ্বর, সর্দি, কাশি, গা হাত-পায়ে ব্যথা, মাথাব্যথার মতো সাধারণ লক্ষ্মণগুলি ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও দেখা যায়। এইচএমপিভি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটা নতুন স্ট্রেন। চিন সহ বিশ্বের কোনও দেশেই এখনও এই স্ট্রেনের সংক্রমণে মারাত্মক কিছু হয়নি।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ অরুণাভ সরকার বলেছেন, ‘আমরা ভিআরডিএলে (ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি) প্রতি সপ্তাহে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস (আইএলআই) এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম (সারি) পরীক্ষা করি। শুধু মেডিকেল বা কোনও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর নমুনাই নয়, গ্রামাঞ্চলে গিয়েও নমুনা নেওয়া হয়। এগুলি পরীক্ষা করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) পোর্টালে আপলোড করতে হয়। তাতে এখানে ইনফ্লুয়েঞ্জা-বি ভাইরাস পাওয়া গেলেও হিউম্যান মেটানিউমো ভাইরাস পাওয়া যায়নি।’

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ কল্যাণ খানের বক্তব্য, ‘এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, করোনা ভাইরাসের সংক্রমণের সময় আমরা যে যে সাবধানতা নিয়েছিলাম সেগুলি এখন থেকে নেওয়া প্রয়োজন। যেমন মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া ইত্যাদি। তাহলে এই ভাইরাস আমাদের ছুঁতে পারবে না।’ শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জিতকুমার তেওয়ারি বলছেন, ‘শিশুদের একটু সাবধানে রাখাই ভালো। বাড়িতে কারও সর্দি, জ্বর হলে শিশুকে তাঁর থেকে একটু আলাদা রাখতে হবে। মায়ের দুধ খাওয়ানোর সময় মায়েরও মাস্ক পরে থাকা উচিত। বাচ্চাদের মধ্যে কোনও উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | নাম বিভ্রাট! বন্ধু সন্দীপের সঙ্গে মজা করতে গিয়ে হুমকি ফোন প্রশাসক সন্দীপকে,...

0
রায়গঞ্জ: মালদায় (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ (Raiganj) পুরসভার প্রশাসক সন্দীপ...

Leopard death | ফের গতির বলি! বেঙ্গল সাফারি পার্কে এনেও বাঁচানো গেল না জখম...

0
বাগডোগরা: হাজার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘটিকে। বৃহস্পতিবার রাতে বাগডোগরা-ঘোষপুকুর সড়কের মাঝে গয়াগঙ্গা চা বাগানের সামনে চিতাবাঘটিকে গাড়ি চাপা...

Raiganj | মুখ্যমন্ত্রীর ছবি হাতে প্রাথমিক বিদ্যালয় সংসদে যোগ দিলেন চেয়ারম্যান

0
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসলেন মহম্মদ নাজিমুদ্দিন আলি। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে মিছিল করে...

Gurap rape-murder case | ৫৫ দিনের মাথায় গুড়াপ ধর্ষণ-খু্নে ফাঁসির সাজা, জন্মদিনেই বিচার পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনেই বিচার পেল নির্যাততা। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায়...

Recipe | রাঁধুন ঝরঝরে ভুনা খিচুড়ি, দেখুন রেসিপি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টি পড়লেই যে খিচুড়ি খেতে হবে তার কি কোনও মানে আছে? ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারেন খিচুড়ি। তবে খিচুড়ি খেতে...

Most Popular