Breaking News

Hollong bungalow fire | দুর্ঘটনা না অন্তর্ঘাত! হলং বনবাংলোয় অগ্নিকাণ্ডে ক্রমেই ঘনাচ্ছে রহস্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ঐতিহ্যবাহী হলং বনবাংলো (Hollong bungalow fire)। পুরো ছাই হয়ে গিয়েছে বাংলোটি। কীভাবে আগুন লাগল, তা নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে চর্চা চলছে। দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? তা নিয়ে কানাঘুষো চলছে। এই পরিস্থিতিতে সত্য সন্ধানে তদন্ত কমিটি গড়লেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তদন্তের স্বার্থে ঘটনাস্থলেও যেতে পারে এই তদন্ত কমিটি। এই কমিটিতে রয়েছেন মুখ্য বনপাল, ডিএফও, ওই বাংলো এলাকার ফরেস্ট রেঞ্জার সহ বেশ কয়েকজন।

এবিষয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘গোটা ঘটনায় অনেকেই হলং বাংলোর কর্মীদের উপর দায় চাপাচ্ছেন। কিন্তু আমি ওঁদের পাশে আছি। যাঁরা ওঁদের বিরুদ্ধে যাবে আমি তাঁদের বিপক্ষে যাব।’

ঐতিহ্যবাহী এই বাংলো পুড়ে যাওয়া নিয়ে দানা বাঁধছে রহস্য। শোনা যাচ্ছে, যে সময় অগ্নিকাণ্ড হয় তখন লোডশেডিং ছিল। সেক্ষেত্রে তবে শর্টসার্কিট থেকে কীভাবে তা হতে পারে তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। শীঘ্রই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গতকাল রাত সাড়ে নটা নাগাদ বাংলোটিতে আগুন ধরে যায়। পুরো বাংলোটি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। তবে ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোটিতে এই সময় কোনও পর্যটক ছিলেন না। উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জে ভি জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

১৯৫৬ সালে মাদারিহাটে (Madarihat) জলদাপাড়া (Jaldapara) জঙ্গলের ভেতর বাংলোটি তৈরি হয়। বিভিন্ন বন্যজন্তু ও পাখিদের সান্নিধ্য ভোগ করার জন্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই বনবাংলো। জঙ্গলের নিস্তব্ধতায় কিছুটা সময় কাটাতে প্রায় ৬৮ বছর ধরে এই বাংলোটিতে অজস্র পর্যটক এসে থেকেছেন। সেই বাংলো পুড়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | নজরদারির অভাব, হিউমপাইপের ওপর গড়ে উঠছে বেআইনি বসতি

শিলিগুড়ি: একসময় মহানন্দা অ্যাকশন প্ল্যানের (Mahananda action plan) আওতায় বসানো হয়েছিল হিউমপাইপ (Hume pipe)। যদিও…

16 mins ago

গণপিটুনির ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করেছিল রাজ্য সরকার।…

25 mins ago

High Court | আর মাত্র তিন সপ্তাহ সময়, মুখ্যসচিবকে চরম হুঁশিয়ারি দিল হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের জামিন মামলায় রাজ্যের…

28 mins ago

রোগীর কথা শোনার ধৈর্য কম বাংলার ডাক্তারদের

  ভাস্কর বাগচী শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা সৌম্যপ্রতীক সরকার। বুধবার সকালে শারীরিক কিছু সমস্যার কারণে তিনি…

44 mins ago

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ।…

55 mins ago

অদ্ভুত আঁধার এসেছে পৃথিবীতে আজ

  কৌশিক দত্ত গল্পটা মালবাজারের একটি স্কুলের। বছর দশেকের এক ছাত্রকে বাবা-মা নিয়ে এলেন এক…

1 hour ago

This website uses cookies.