নয়াদিল্লি: ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করেন তিনি। সরকারি সূত্রের খবর, গ্রানাইটের তৈরি নেতাজির মূর্তিটি হবে ২৮ ফুট উঁচু ও প্রস্থ ৬ ফুট। মূর্তিটি তৈরি করছেন ভাস্কর অদ্বৈত গদনায়ক। তবে গ্রানাইটের মূর্তিটি তৈরি না হওয়া পর্যন্ত সেই জায়গায় নেতাজির হলোগ্রাম স্ট্যাচু থাকবে। জানা গিয়েছে, নেতাজির হলোগ্রাম মূর্তিটি তৈরির জন্য একটি ফোরকে প্রোজেক্টর ব্যবহার করা হয়েছে। প্রোজেক্টরের মাধ্যমে ত্রিমাত্রিক ছবি তৈরি হয়েছে। সেটিই হলোগ্রাম মূর্তি হিসেবে আপাতত ইন্ডিয়া গেটে থাকবে। প্রসঙ্গত, ল্যুটিয়েন্স দিল্লির ইন্ডিয়া গেটে ছিল রাজা পঞ্চম জর্জের একটি মূর্তি। ১৯৬৮ সালে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটি। সেখানেই বসতে চলেছে নেতাজির মূর্তি।
রবিবার নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘সমস্ত দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা। ১২৫তম জন্মবার্ষিকীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার শ্রদ্ধাঞ্জলি। তাঁকে প্রণাম জানাই। তাঁর অসামান্য অবদানের জন্য গোটা দেশ গর্বিত।