Thursday, July 4, 2024
HomeTop NewsHolong Bungalow | নেপথ্যে ইঁদুর! শর্ট সার্কিটেই আগুন হলং বন বাংলোতে, রিপোর্ট...

Holong Bungalow | নেপথ্যে ইঁদুর! শর্ট সার্কিটেই আগুন হলং বন বাংলোতে, রিপোর্ট জমা দিল তদন্ত কমিটি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত মঙ্গলবার বয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে হলং বন বাংলো। পুড়ে ছাই হয়ে গিয়েছে বাংলোর আটটি ঘর। জুন মাসেই তিন মাসের জন্য বন্ধ হয়েছে এই হলং বাংলো। সেই অবস্থায় কেমন করে আগুন লাগল সেটা নিয়ে আলোড়ন পড়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বনদপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে বনদপ্তর। এই কমিটির সদস্যরা তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের নেপথ্য ‘ইঁদুরের ভূমিকা’ আছে বলেও রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারীরা।

এই রিপোর্ট জমা পড়তেই আলোড়ন ছড়িয়েছে প্রশাসনিক মহলে। কারণ ওই রিপোর্টে লেখা আছে, ১৫ জুন থেকে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ায় বাংলোয় কোনও পর্যটক ছিলেন না। পর্যটক শূন্য থাকায় বাংলোটিতে বন্ধ ছিল এসি, গিজারের কানেকশন। তবে হলং বাংলো রক্ষণাবেক্ষণ করার জন্য বারান্দার লাইট জ্বালানো হতো। এখানে ইঁদুরের কাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সুইচ বোর্ডের পিছনে ফাঁকা অংশ দিয়ে ইঁদুর ঢুকে পড়ত। আর তারাই বিদ্যুতের তার কেটে দেয়। আর সেখান থেকেই শর্ট সার্কিট ঘটে। হলং বাংলোয় ইদুঁরের দৌরাত্ম্য বরাবরই ছিল। তাই ইঁদুরের দৌরাত্ম্যেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করছেন অফিসাররা। ওই কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলোয় কাঠের রং এবং পালিসের জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর।

অন্যদিকে আগুন লাগার সময়ে হলং বাংলোর কর্মীরা কাছাকাছিই ছিলেন। তাঁরা পোড়া গন্ধ পেয়ে ছুটে আসেন আগুনের অনুসন্ধানে। সেখানে এসি মেশিন ফেটে যাওয়ার পর আগুন গোটা হলং বন বাংলোর চারদিকে ছড়িয়ে পড়ে। মাত্র আধ ঘণ্টার মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বনবাংলোকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে আতঙ্কে ঘরছাড়া...

0
হরিশ্চন্দ্রপুর : মিড ডে মিলে (Mid day meal) দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। আর তাতে মদত দিচ্ছেন স্কুল পরিদর্শক (School Inspector)। এমনকি...

Smriti Biswas | স্মৃতির অতলে চলে গেলেন শতায়ু অভিনেত্রী স্মৃতি বিশ্বাস 

0
তপন বকসি, মুম্বই: প্রয়াত প্রবীণ অভিনেত্রী স্মৃতি বিশ্বাস (Smriti Biswas)। একসময় মুম্বইয়ে (Mumbai) রাজপাট চালানো এই অভিনেত্রী ৩ জুলাই মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকে শেষ নিঃশ্বাস...

Hina Khan | কেটে ফেললেন নিজের সাধের চুল, ক্যানসার আক্রান্ত মহিলাদের কী বার্তা দিলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। যে কোনও সময় বিপর্যয় ঘটতে পারে। স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina...

Manik Bhattacharya | ‘২০২৬ সালেই মরে যাব’, আদালতে জামিনের আর্জি জানিয়ে চোখে জল মানিকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালতে জামিনের আর্জি জানিয়ে চোখে জল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এদিন তিনি আদালতে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেন।...

Bratya Basu | চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরের সময় পাবেন ৫ লক্ষ টাকা, জানালেন ব্রাত্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী...

Most Popular