ডিজিটাল ডেস্কঃ আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের নিরিখে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। কার্যত সমস্ত রাজনৈতিক দল উত্তরপ্রদেশের ক্ষমতা দখলের জন্য রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমেছে। অন্যদিকে মনে করা হচ্ছে, গেরুয়া শিবিরের কাছে উত্তরপ্রদেশ ধরে রাখা এই মুহূর্তে অন্যতম বড় চ্যালেঞ্জ। প্রচারের উদ্দেশ্যে গতকালই উত্তরপ্রদেশ পৌঁছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তে জোরদার প্রচার শুরু করলেন। বৃহস্পতিবার তিনি মথুরায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেছেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়েছেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আগামী দিনে ভারতের ভবিষ্যৎ স্থির করবে। প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে একটি কথা ভীষণভাবে প্রচলিত। আর তা হল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন যে জিতবে আগামী দিনে ভারতের ক্ষমতা তার হাতেই থাকবে। কার্যত এই লক্ষ্যে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন জিততে মরিয়া সবকটি রাজনৈতিক দল।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে প্রচারে গেলেন অমিত শাহ