শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Murshidabad Violence | ‘পুলিশ থাকতেও বাড়িতে আগুন…’ সুকান্তর সঙ্গে সাংবাদিক বৈঠকে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা ঘরছাড়াদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজই নেতাজী ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মুর্শিদাবাদে হিংসার (Murshidabad Violence) ঘটনায় সরাসরি বিজেপির (BJP) দিকে অভিযোগের আঙুল তুলেছেন। কেন অন্য দেশ থেকে লোক ঢোকানো হয়েছে তার জবাব চেয়েছেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিলেন হিংসায় ঘরছাড়ারা। এদিন প্রায় ১১ জন ঘরছাড়া কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। সাংবাদিক বৈঠকে ঘরছাড়ারা তাঁদের অভিজ্ঞতার কথা জানান।

একজন ঘরছাড়া মহিলা সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘পুলিশ থাকতেও বাড়িতে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা। বিএসএফ (BSF) ঠিক সময়ে এসেছিল বলেই প্রাণে বেঁচে গিয়েছি আমরা। আমাদের জলে বিষ মেশাচ্ছে। ঘরে আগুন লাগাতে মানা করলেও আগুন লাগিয়ে দিয়েছে। ওই সময় বিএসএফ না থাকলে বাঁচতাম না।’ এরপরই তাঁর প্রশ্ন, ‘কী দোষ ছিল আমাদের? মেয়েদের গায়ে হাত দিতে এসেছিল। আমরা ওদের বিচার চাই।’ এরপরই সুকান্ত বলে ওঠেন, ‘বিএসএফ বাঁচিয়েছে বলে কি মুখ্যমন্ত্রীর এত রাগ?’ এরপর আরও এক ঘরছাড়া বলেন, ‘কেন আমাদের উপর হামলা করা হল?’

এদিন সুকান্ত বলেন, ‘ঘরছাড়া প্রায় ৭০০ মানুষ বৈষ্ণবনগরের এক হাইস্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এক কাপড়ে নৌকাতে করে চলে আসতে হয়েছে তাঁদের। নববর্ষের দিনও তাঁদের চোখের জল ফেলতে হয়েছে। চোখের জল ফেলতে ফেলতে ভাত খেতে বাধ্য হয়েছেন তাঁরা।’

উল্লেখ্য, বুধবার ইমাম-মুয়াজ্জিমদের সমাবেশে মুর্শিদাবাদের ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে বেনজির আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ইউনূসের (Md Yunus) সঙ্গে গোপন মিটিং করছেন। এতে দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কী? কোনও এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলছে, এতে বাংলাদেশের হাত রয়েছে। বিএসএফ তো কেন্দ্রের হাতে। রাজ্যের হাতে সীমান্ত সামলানোর দায়ভার নেই। আপনারা বিভাজনের রাজনীতি করছেন। এটা প্রি প্ল্যানড।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Centre on Waqf Act | ‘আদালত ওয়াকফ আইনকে স্থগিত করতে পারে না’, সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে সুপ্রিম...

Pahalgam | পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন! মহিলার দাবির পরই কাঠুয়ায় চিরুনি তল্লাশি শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে অভিযুক্ত চার...

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...

Pakistan | ‘গোটাটাই পরিকল্পিত’, পহেলগাঁওয়ের হামলায় ভারতকেই দায়ী করে দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror...