গোল্ড কোস্ট: অস্ট্রেলিয়ার মাটিতেও অভিষেক শর্মার ‘দাদাগিরি’ অব্যাহত। পরিস্থিতি, পরিবেশ, পিচের চরিত্র বদলালেও ‘শর্মাজি কি বেটা’ রয়েছেন নিজের মেজাজেই। অভিষেকের যে বিস্ফোরক মেজাজকে কুর্নিশ জানাতে বাধ্য হচ্ছে অজি শিবিরও। অ্যাডাম জাম্পার অবর্তমানে চলতি টি২০ সিরিজে অজি স্পিন ব্রিগেডের দায়িত্বে থাকা ম্যাট কুহনেম্যানের মতে অভিষেক দুরন্ত প্রতিভা। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচের চ্যালেঞ্জ যেভাবে সামলাচ্ছেন, তা প্রশংসার দাবি রাখে।
বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ। টাই ভেঙে (১-১) সিরিজে এগিয়ে যাওয়ার পালা। কুহনেম্যানের বিশ্বাস, জোশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে নতুন বলের দায়িত্ব সামলানো জেভিয়ার বার্টলেট এবং বেন ডোয়ারশুইস শুরুতেই অভিষেক-কাঁটা সরিয়ে দিতে সমর্থ হবেন। ভারতের বাঁহাতি ওপেনারকে ‘এক্স ফ্যাক্টর’ আখ্যা দিয়ে কুহনেম্যান বলেছেন, ‘দুর্দান্ত প্রতিভা। প্রথম বল থেকে প্রহারের মেজাজে থাকে। বৃহস্পতিবার নিঃসন্দেহে দুর্দান্ত লড়াই হতে চলেছে। আশা করি বার্টলেট, ডোয়ারশুইসরা প্রথম দুই ওভারের মধ্যে ওকে ফেরাতে সক্ষম হবে।’
হোবার্টে ভারত দাপট দেখিয়েছে। গৌতম গম্ভীরের দলের যে ব্যাটিং গভীরতার সামনে হার মেনেছে অজি বোলিং। নাথান এলিস দারুণ বল করলেও হ্যাজেলউডের অভাব ভালোমতো টের পাওয়া গিয়েছে। চতুর্থ ম্যাচে হ্যাজেলউডের সঙ্গে নেই ট্রাভিস হেডও। তবে ফিরতে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কুহনেম্যান আশাবাদী, যাঁরা আছেন, তাঁরা সিরিজের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে ফেলবেন। দলের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রেখে অজি স্পিনার বলেছেন, ‘পরের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর টি২০ ম্যাচে ছন্দে থাকা জরুরি। শেষ দুই ম্যাচে আশা করি সেই ছন্দটা ভারতের থেকে ছিনিয়ে নিতে পারব এবং জিতব। আমাদের মূল লক্ষ্য সেটাই।’
আগ্রাসনে কোনও কাটছাঁট হবে না। তৃতীয় ম্যাচে টিম ডেভিড, মার্কাস স্টোয়িনিসের ঝোড়ো ব্যাটিং চিন্তায় ফেলেছিল ভারতীয় শিবিরকে। কুহনেম্যানের বিশ্বাস, আগ্রাসী ক্রিকেট বজায় থাকবে শেষ দুই ম্যাচে। ভয়ডরহীন ক্রিকেট পরিকল্পনায় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বলেছেন, ‘প্রথম বল থেকেও বিস্ফোরক ব্যাটিং করেছে টিম ডেভিড। মিডল অর্ডারে নেমে দ্রুত ম্যাচের রং বদলে দেয়। তবে মাঝের ওভারে উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ দুই দলের জন্য।’

