উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জোরালো প্রত্যাঘাত করল মাওবাদীরা। দেশজুড়ে মাওবাদী দমনে কেন্দ্রীয় সরকারের একাধিক সাফল্যের মধ্যেই এবার পালটা হামলা চালালো মাওবাদীরা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিজাপুর জেলার বেদরে কুটরু রোডে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ছত্তিশগড় পুলিশের ৯ জওয়ানকে হত্যা করেছে মাওবাদী গেরিলারা। নিহত জওয়ানরা প্রত্যেকেই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের বলে জানা গেছে। ৮ জওয়ান ও ১ জন গাড়ি চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, নিরাপত্তাকর্মীরা যখন একটি অপারেশন থেকে ফিরছিলেন তখন বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটিই উড়িয়ে দিয়েছে মাওবাদীরা।
বস্তার পুলিশের আইজিপি জানিয়েছেন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা দান্তেওয়াড়া, নারায়ণপুর ও বিজাপুরে একটি যৌথ অভিযান চালিয়ে ফিরছিলেন। ঠিক সোয়া দু’টো নাগাদ মাওবাদীরা কুটরু থানার আম্বেলি গ্রামের কাছে আইইডি বিস্ফোরণ ঘটায়।
প্রশাসন সূত্রে খবর, গত ২ বছরের মধ্যে এত বড় মাওবাদী হামলার ঘটনা দেশে ঘটেনি। ২০২৩ সালের ২৬ এপ্রিল দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ১০ পুলিশকর্মী ও একজন গাড়িচালককে হত্যা করে মাওবাদীরা। ছত্তিশগড় বিধানসভার স্পিকার ও প্রাক্তন অধ্যক্ষ ডাঃ রমন সিং বলেন, ‘যখনই এদের বিরুদ্ধে কোনও বড় অপারেশন করা হয়, তখন কাপুরুষের মতো এই নকশালপন্থীরা হামলা চালায়, আমি মৃতদের পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি।’ উল্লেখ্য সম্প্রতি একাধিক রাজ্যে নকশালপন্থীদের দমনে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। অনেক রাজ্যেই গুরুত্বপূর্ণ মাওবাদি নেতারা হয় মৃত নয় আত্মসমর্পণ করেছেন। ১ দিন আগেই ছত্তিশগড়ের বাস্তার জেলার অবুঝমাড় জঙ্গলে মাওবাদি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে ৫ মাওবাদির মৃত্যু হয়। এরপরই এই বড়সর হামলার ঘটনা ঘটল বলে জানা গেছে।