আসানসোল: এবার আসানসোলেই তৈরি হতে চলেছে হেল্থ ওয়ার্ল্ডের হাসপাতাল। স্বাভাবিকভাবেই উন্নতমানের চিকিৎসা পরিষেবার জন্য আসানসোলবাসীদের আর নির্ভর করতে হবে না দুর্গাপুরের ওপর। গত ৪ বছরের মধ্যে হেল্থ ওয়ার্ল্ডের দ্বিতীয় হাসপাতাল গড়ে উঠতে চলেছে পশ্চিম বর্ধমানে। আসানসোলের সেনরেল রোডের সৃষ্টিনগরে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রস্তাবিত এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের পূর্ত ও আইন মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধন পরবর্তীকালে তিনি বলেন, ‘রাজ্য সরকার বাংলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে ও সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অনেক কিছু করেছে। আগামীদিনে আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল মেডিকেল কলেজ তৈরি করা। আসানসোলেও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে। এই কলেজ তৈরিতে প্রাইভেট অর্থাৎ বেসরকারি ক্ষেত্রকে অগ্রাধিকার দেবে সরকার। সেক্ষেত্রে সবরকম সহযোগিতা করবে রাজ্য। প্রয়োজনে বেসরকারি সংস্থাকে সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া হবে।’ এক্ষেত্রে বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
হেল্থ ওয়ার্ল্ডের হাসপাতালের চেয়রাম্যান তথা এমডি ডাঃ অরুণাংশু গাঙ্গুলি বলেন, ‘অত্যাধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পরামর্শদাতাদের একটি দল দিয়ে সুসজ্জিত ৪০০ শয্যার হবে আসানসোলের এই হাসপাতাল। আমাদের লক্ষ্য রোগীদের সঠিক চিকিৎসা প্রদান করা। চলতি বছরের শেষে হাসপাতালটি চালুর চেষ্টা করা হচ্ছে। এই হাসপাতালে ১৩টি অপারেশন থিয়েটার, ১৫০টি ক্রিটিকাল কেয়ার বেড, মাদার অ্য়ান্ড চাইল্ড কেয়ার সহ বিভিন্ন সুপারস্পেশালিটি পরিষেবার ব্যবস্থা থাকবে।