Tuesday, January 21, 2025
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারJaigaon | হাসপাতাল পাবে জয়গাঁ, খুশির আবহ শহরজুড়ে

Jaigaon | হাসপাতাল পাবে জয়গাঁ, খুশির আবহ শহরজুড়ে

জয়গাঁ: অবশেষে একটি হাসপাতালের দাবি পূরণ হতে চলেছে জয়গাঁবাসীর। জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে হাসপাতালে উন্নীত করা হবে। এমন আশ্বাস মিলেছে খোদ আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। ইতিমধ্যেই এব্যাপারে জেলা থেকে রাজ্যের কাছে প্রস্তাব গিয়েছে। স্বাস্থ্য ভবন সেই প্রস্তাবে সিলমোহর দিলেই ৫০ শয্যার হাসপাতালে উন্নীত হবে জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই খবরে আপাতত খুশির আবহ জয়গাঁজুড়ে।

ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁতে হাসপাতালের অভাববোধ করেছেন প্রত্যেকে। দলসিংপাড়া থেকে জয়গাঁ পর্যন্ত গোটা এলাকায় কোনও হাসপাতাল নেই। রোগীর পরিস্থিতি যত খারাপই হোক না কেন, তাঁকে নিয়ে যেতে হয় ৪০ কিলোমিটার দূরে কালচিনির লতাবাড়ি হাসপাতালে। অনেকসময় এত দূরের হাসপাতালে নিয়ে যেতে না যেতেই মৃত্যুর ঘটনা ঘটে। তাই দীর্ঘদিন ধরেই এলাকায় একটি হাসপাতাল তৈরির দাবি জোরালো হচ্ছিল। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, ‘সীমান্ত শহরে হাসপাতালের অভাব দেখে রাজ্যের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার সেই অনুযায়ী আগামীতে কাজ হবে।’

দলসিংপাড়া এলাকায় রয়েছে একটি উপস্বাস্থ্যকেন্দ্র, জয়গাঁ-১ ও ২ গ্রাম পঞ্চায়েতে রয়েছে দুটি উপস্বাস্থ্যকেন্দ্র। এই উপস্বাস্থ্যকেন্দ্রগুলিতে গর্ভবতীদের স্বাস্থ্য পরীক্ষা ও শিশুদের পোলিও খাওয়ানো ও টিকা দেওয়া হয়। জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সব পরিষেবা মেলে, অস্ত্রোপচার ছাড়া। ২০১৭ সালে ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিকাঠামো বানানো হয়েছিল এই স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু ২০১৮ সাল থেকেই সেই পরিষেবা বন্ধ করে শুধু আউটডোর পরিষেবা দেওয়ার কাজ চলছে এখানে। চিকিৎসক মাত্র একজন। আর চারজন নার্স রয়েছেন। এই স্বাস্থ্যকেন্দ্রের পেছনের অংশে চিকিৎসক ও নার্সদের আবাসন তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু সেই কাজ এখন আর হচ্ছে না। হাসপাতালের প্রস্তাবে সিলমোহর পড়লে হয়তো সেই কাজও আবার শুরু হবে। বিধানসভায় জয়গাঁর স্বাস্থ্য পরিষেবা নিয়ে বহুবার সরব হয়েছেন কালচিনির বিধায়ক বিশাল লামা। এখবর শোনার পর তিনি বলেন, ‘জয়গাঁর জন্য রাজ্য সরকার কিছুই ভাবেনি। স্বাস্থ্য পরিষেবা নিয়ে অনেকদিন বলেছি বিধানসভাতে। যদি ৫০ শয্যার হাসপাতাল হয় তাহলে তো ভালোই।’

বর্তমানে দুপুর দুটোর পর বন্ধ হয়ে যায় এই স্বাস্থ্যকেন্দ্র। আশপাশে নানা সময়ে বিভিন্ন অসামাজিক কাজকর্মের অভিযোগও উঠেছে। এই স্বাস্থ্যকেন্দ্রের এক নার্স বলেন, ‘জয়গাঁতে একটি হাসপাতালের অভাববোধ সকলেই করেন। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগে ভালো পরিকাঠামো ছিল। কিন্তু এখন সমস্যা আছে। এলাকায় সমাজবিরোধীদের উপদ্রব। যার কারণে আউটডোর পরিষেবা দিতে হচ্ছে।’ তাই হাসপাতাল পরিষেবা শুরু করার আগে সেখানকার মহিলা কর্মীরা একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তুলেছেন।

স্থানীয় বাসিন্দা নবীন ছেত্রী বলেন, ‘এই হাসপাতাল হলে এলাকার কেউ রাতবিরেতে অসুস্থ হলে তাঁকে নিয়ে উদ্বেগ কমবে। আমরা পুরোপুরি ভরসা করি লতাবাড়ি হাসপাতালের ওপর। এখান থেকে কালচিনি তো আর কম দূর নয়।’ বিমল সাহা নামে আরেক স্থানীয় বাসিন্দার কথায়, ‘অনেক পর্যটক জয়গাঁয় আসেন। তাঁদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হলে তিনিও তো চিকিৎসা পাবেন।’ ৫০ শয্যার হাসপাতাল চালু হলে সেখানে অপারেশনের পরিষেবা চালু করার দাবিও তুলেছেন এলাকাবাসী।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | ২৭ জানুয়ারি দিল্লিতে প্রচারে নামছেন মোদি

0
নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: পরিবর্তন আর প্রত্যাবর্তনের লড়াইয়ে ২৭ জানুয়ারি থেকে দিল্লিতে (Delhi) প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দিল্লিতে ২৫ বছরেরও বেশি...

Sachin Tendulkar | স্মৃতির সরণিতে হাঁটলেন মাস্টার ব্লাস্টার, মায়ের জন্যই শেষ টেস্ট খেলেছি ওয়াংখেড়েতে...

0
মুম্বই: শচীন তেন্ডুলকারের অবসরই সম্ভবত ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম আবেগঘন মুহূর্ত। শেষ ম্যাচটি তিনি খেলেছিলেন ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০...

BGB | সীমান্তে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে বিজিবি, অনুমতি ইউনূস প্রশাসনের

0
এএইচ ঋদ্ধিমান, ঢাকা: সীমান্তে বিজিবিকে (BGB) টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ সরকার। সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটাকে...

Kerala | জন্ম দেওয়ার শাস্তি, মা’কে খুন ছেলের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মা কেন তাকে জন্ম দিয়েছিল? এই কারণে মাকে শাস্তি দিতে তাঁকে খুন করল ছেলে। হ্যাঁ, মাদকাসক্ত ছেলে ঠিক এই জবাবই...

Mohammedan SC | বেতন ইস্যুতে চাপ বাড়াচ্ছেন ফুটবলাররা, পাঁচ ফুটবলার নিয়ে প্রস্তুতি মহমেডানে

0
কলকাতা: কোচ-সাপোর্ট স্টাফ মিলিয়ে মাঠে উপস্থিত জনা পনেরো। ফুটবলারের সংখ্যা মাত্র পাঁচ। সোমবার মহমেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনের ছবিটা এরকমই। ১৫ তারিখের চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ম্যাচের...

Most Popular