উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুম্ভমেলায় মালা বিক্রি করতে এসেছিলেন এক মায়াবী চোখের ষোড়শী। কিন্তু এই মায়াবী চোখের ম্যাজিকেই যেন নিমেষে বদলে গিয়েছে তাঁর জীবন, তাঁর যাপন। মেয়েটির নাম মোনালিসা(Monalisa Bhosle)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সুন্দরীর কথা কমবেশি আমরা অনেকেই শুনেছি। মেলায় মেলায় ঘুরে মালা বিক্রি করা এই মেয়েটি জীবনে প্রথমবারের জন্য বিমানে উঠলেন ভ্যালেনন্টাইন্স ডে-র দিন, থাকলেন সাত তাঁরা হোটেলেও। একটি গয়নার শোরুমের উদ্বোধনে উপস্থিত হলেন প্রধান অতিথি হিসাবেও। তাঁকে নিয়ে নতুন এক ছবি তৈরি করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন সনোজ মিশ্র(Sanoj Mishra)। জানা যাচ্ছে, ছবিটির নাম হবে ‘দি মণিপুর ডায়েরি’। কিন্তু কত টাকা পারশ্রমিক পাচ্ছেন মোনালিসা তাঁর প্রথম ছবির জন্য?
জানা গিয়েছে, এই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসাবে ২১ লাখ টাকা পেতে চলেছেন মধ্যপ্রদেশের এক দরিদ্র পরিবারের এই মেয়েটি। সূত্রের খবর, ইতিমধ্যেই অগ্রিম ১ লাখ টাকা মোনালিসাকে দিয়েছেন সনোজ। উল্লেখ্য, মোনালিসা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সনোজ নিজে খরগোন জেলার মাহেশ্বর গ্রামে তাঁদের বাড়িতে গিয়ে মোনালিসাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন। সমাজমাধ্যমে সেই ছবি শেয়ারও করেছিলেন সনোজ। যদিও এই পুরো ব্যাপারটিতে সন্দেহ প্রকাশ করেছেন বিভিন্ন মানুষ। সনজের সততা নিয়েও সম্প্রতি প্রশ্ন তুলেছেন এক জনৈক প্রযোজক। এরপর আদৌ এই ছবিটি তৈরি হয়ে মুক্তি পায় কিনা সেটাই এখন দেখার।